Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিজস্ব সম্পদেই সন্ত্রাস-বিরোধী যুদ্ধ করেছে পাকিস্তান : পররাষ্ট্র দফতর

| প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানকে দেয়া নিরাপত্তা সহায়তার পুরোটাই বাতিল করা হবে মর্মে ট্রাম্প প্রশাসন যে ঘোষণা দিয়েছে, তার এক দিনের মাথায় পাকিস্তানের পররাষ্ট্র দফতর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “নিরাপত্তা সহযোগিতার” প্রশ্নে মার্কিন প্রশাসনের সঙ্গে কাজ করছে পাকিস্তানী কর্মকর্তারা এবং এ ব্যাপারে আরো বিস্তারিত তথ্যের অপেক্ষায় আছেন তারা। আফগান কৌশলের অংশ হিসেবে পাকিস্তানের কাছ থেকে আরো সহায়তা চাওয়ার পরপরই ট্রাম্প প্রশাসন এই নিরাপত্তা সহায়তা কাটছাটের পরিকল্পনার কথা জানালো। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নাওয়ার্ট ওয়াশিংটনে এক সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন, এই বরাদ্দ কমানোর বিষয়টি স্থায়ী নয় এবং শুধুমাত্র সামরিক সহায়তার ক্ষেত্রে এটা করা হচ্ছে। পাকিস্তানের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ড. মোহাম্মদ ফয়সাল গত শুক্রবার যে বিবৃতি দিয়েছেন, তাতে বলা হয়েছে, যৌথ লক্ষ্য পূরণের যে তৎপরতা, তার উপর এই মার্কিন সিদ্ধান্তের প্রভাব খুব পরিষ্কারভাবেই আগামীতে বোঝা যাবে। বিবৃতিতে বলা হয়, এটা অভিনন্দনযোগ্য যে সন্ত্রাসবিরোধী যুদ্ধে মূলত নিজেদের সম্পদ ব্যবহার করেই যুদ্ধ চালিয়ে গেছে পাকিস্তান। ১৫ বছরে যেটার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১২০ বিলিয়ন ডলার। আমাদের নাগরিকদের নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে যা প্রয়োজন, তা আমরা করে যাবো। বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাক-মার্কিন সহযোগিতা সরাসরি মার্কিন জাতীয় নিরাপত্তা ইস্যুতে এবং বৃহৎ পরিসরে আন্তর্জাতিক স¤প্রদায়কে সাহায্য করেছে। ধারাবাহিক বড় ধরনের সন্ত্রাস-বিরোধী অভিযান চালিয়ে সংঘাতপূর্ণ এলাকাগুলোকে মুক্ত করেছে পাকিস্তান। এতে সঙ্ঘবদ্ধ সন্ত্রাসীদের উচ্ছেদ করা গেছে এবং পাকিস্তানের নিরাপত্তা আরও সংহত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, আফগানিস্তানের দিক থেকেই একই ধরনের পদক্ষেপের আশা করে পাকিস্তান। ডন, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ