Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পের ঘোষণার প্রতিবাদ করতে ব্যর্থতার জের হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা আইএসের

| প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইসরাইল, যুক্তরাষ্ট্র ও সউদী আরবের পর এবার আইএসের রোষানলে পড়লো ফিলিস্তিনের স্বাধীনতাকামী দল হামাস। হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে তাদের পুরোপুরি ধ্বংস করে দেয়ার অঙ্গীকার করেছে তারা। তাদের দাবি, জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ট্রাম্পের ঘোষণার প্রতিবাদ করতে ব্যর্থ হওয়ায় হামাসের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার আইএসের মিসর শাখার পক্ষ থেকে নতুন এক হত্যাকাÐের ভিডিও প্রকাশ করে হামাসের বিরুদ্ধে এই যুদ্ধের ঘোষণা দেয়া হয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মেইল অনলাইন। ২২ মিনিটের ওই ভিডিওতে কমলা রঙের পোশাক পরিহিত এক বন্দিকে চোখ বেঁধে হাঁটু নিচু করে বসিয়ে রেখে গুলি করে হত্যা করা হচ্ছে। আইএসের দাবি, ওই ব্যক্তি হামাসের সামরিক শাখাকে সহযোগিতা করেছিল। ভিডিওতে আবু কাজেম আল মাকদিসি নামের এক জঙ্গি ঘোষণা করে, হামাসের কাছে কখনোই আত্মসমর্পণ করা হবে না। তাদের বিরুদ্ধে বিস্ফোরক, সাইলেন্সড পিস্তল এবং বোমা ব্যবহার করা হবে। তাদের আদালত ও নিরাপত্তা কেন্দ্রগুলোতে বোমা হামলা চালানো হবে। কারণ এগুলো তাদের ক্ষমতা ধরে রাখার মূল চালিকাশক্তি। ২০১৭ সালের ৬ ডিসেম্বর ট্রাম্পের জেরুজালেমকে ইসরাইলের রাজধানীর স্বীকৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই স্বীকৃতির ঘোষণার পরই এর প্রতিবাদে রাস্তায় নেমে আসেন ফিলিস্তিনিরা। ৮ ডিসেম্বর শুক্রবার থেকে ইসরাইলের বিরুদ্ধে ইন্তিফাদা বা সর্বাত্মক প্রতিরোধের ডাক দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে আইএসের দাবি, জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ট্রাম্পের ঘোষণার প্রতিবাদ করতে ব্যর্থ হয়েছে হামাস। ডেইলি মেইল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ