মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে কমপক্ষে চারজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালের দিকে সোপোরে বাজার এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় মিডিয়া এনডিটিভি। পুলিশ সূত্রে খবর, এ দিন সকালে কয়েক জন পুলিশকর্মী সোপোরের একটি বাজারে টহল দিচ্ছিলেন। বাজারের মধ্যেই বিস্ফোরকটি রাখা ছিল। হঠাত্ই জোরাল শব্দে বিস্ফোরণ ঘটে লুকিয়ে রাখা সেই আইইডির। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে, আশপাশের বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক অফিসারসহ ৪ পুলিশকর্মীর। আহত হন আরো দুই পুলিশকর্মী। এই ঘটনার পরই গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে পুলিশ ও সেনা। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, পুলিশকর্মীদের নিশানা বানাতেই জঙ্গিরা বাজারে আইইডি রেখেছিল। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।