Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

ট্রাম্পের উত্তরসূরি হ্যালি!

| প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি নিজেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উত্তরসূরি ভাবেন বলে সাংবাদিক মাইকেল ওলফের নতুন বইয়ে দাবি করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের সহযোগীদের মধ্যে নিকি হ্যালি সবচেয়ে বেশি উচ্চাকাক্সক্ষী ও ট্রাম্পের চেয়ে বেশি স্মার্ট। তবে ট্রাম্পের অন্যান্য সহযোগী ট্রাম্পীয় চিন্তাভাবনা রক্ষায় বেশি মনোযোগী। ওলফের লেখা ‘ফায়ার অ্যান্ড ফারি : ইনসাইড দি ট্রাম্প হোয়াইট হাউস’ বইয়ে ট্রাম্পের সহযোগী ও অন্যদের সাক্ষাৎকারের ভিত্তিতে এ দাবি করা হয়েছে। বইটি বাজেয়াপ্ত করতে ট্রাম্প আইনজীবী নিয়োগ দিলেও নির্দিষ্ট সময়ের আগে এরই মধ্যে তা বাজারে চলে এসেছে। বইটির অংশবিশেষ নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, লেখক ওলফ দাবি করেছেন, ২০১৭ সালের অক্টোবর মাসে নিকি হ্যালি সিদ্ধান্ত নিয়ে নেন, ‘ট্রাম্পের শাসনাকাল মোটের ওপর এক মেয়াদ টিকবে’ এবং তিনি ধরে নেন, এরপর তিনিই হবেন তার উত্তরসূরি। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ