Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

| প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

যুক্তরাজ্য-ইরাক সম্মত
ইনকিলাব ডেস্ক : ইরাকের দ্ব›দ্ব ও ভবিষ্যতে সামরিক সহায়তার বিষয়ে একমত হয়েছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী গেভিন উইলিয়ামসন ও ইরাকের প্রতিরক্ষামন্ত্রী ইরফান আল হিলাইলি। গত বৃহস্পতিবার বাগদাদে এক বৈঠকে এ বিষয়ে একমত পোষণ করা হয়। ইরাকি নিউজের বরাত দিয়ে মধ্যপ্রাচ্য পর্যবেক্ষণকারী ব্রিটিশ সংস্থা মিডল ইস্ট মনিটর এ খবর জানিয়েছে। লন্ডনে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি বলা হয়, দুই দেশ সামরিক সহযোগিতা বৃদ্ধি ও উন্নয়নের ব্যাপারে একমত হয়েছে। মিডল ইস্ট মনিটর।

দু’সহোদর নিহত
ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে গতকাল শনিবার সকালে বাসার ছাদ ধসে দুই তরুণ সহোদর নিহত হয়েছেন। পরে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতদের একজনের বয়স ১৫ বছর। অন্য জনের বয়স ১২ বছর। দ্বিতল ভবনটির ভেতরে আটকা পড়েছেন তাদের মা-বাবা। তাদের উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম জিও টিভি। দুর্ঘটনাকবলিত ভবনটি লাহোরের ওয়াজির খান মসজিদ সংলগ্ন এলাকায় অবস্থিত। জিও টিভি।

আফগানিস্তানে নিহত ২০
ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানের পূর্বাঞ্চলের লেগমান প্রদেশে জঙ্গিদের গোপন আস্তানায় সরকারী বাহিনীর হামলায় দুই কমান্ডারসহ ২০ আইএস নিহত হয়েছে। শুক্রবার রাতে এ হামলা চালানো হয়। সেনাবাহিনীর পূর্বাঞ্চলের মুখপাত্র শিরিন আগা ফাকিরি বার্তা সংস্থাকে বলেন, গোয়েন্দাদের গোপন তথ্যের ভিত্তিতে প্রদেশটির আলিনগর জেলার নুরলাম গ্রামের জঙ্গিদের গোপন আস্তানায় সরকারী সেনারা শুক্রবার রাতে হামলা চালায়। সিনহুয়া।

নির্বাচন ৮ ফেব্রুয়ারি
ইনকিলাব ডেস্ক : নেপালের জাতীয় পরিষদের নির্বাচন আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। পরিষদটি ফেডারেল পার্লামেন্টের উচ্চ কক্ষ হিসেবেও পরিচিত। কর্তৃপক্ষ একথা জানায়। বাণিজ্যমন্ত্রী মিন বিশ্বকর্মা সংবাদমাধ্যমকে বলেন, নির্বাচন কমিশনের সুপারিশ অনুযায়ী প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। শুক্রবার সন্ধ্যায় কর্তৃপক্ষ জানায়, জাতীয় পরিষদ নির্বাচন অনুষ্ঠানের পথ সুগম করতে নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি জাতীয় পরিষদ আইন অনুমোদন দেয়ার প্রায় এক সপ্তাহ পর এ সিদ্ধান্ত নেয়া হলো। সিনহুয়া।

অচল তামিলনাড়–
ইনকিলাব ডেস্ক : ভারতের তামিলনাড়ু রাজ্যে পরিবহন শ্রমিকদের ধর্মঘট দ্বিতীয় দিনের মতো চলছে। সরকারি পরিবহন সংস্থার ১৪ হাজার বাস চলাচল বন্ধ থাকায় গতকাল শনিবার সড়ক যোগাযোগ প্রায় অচল হয়ে পড়েছে। পরিবহন শ্রমিকেরা অন্যান্য রাজ্যগুলোর সরকারের পরিবহন সংস্থাগুলোর চালকদের সমতুল্য বেতন দাবি করছে। শ্রমিক ইউনিয়নগুলো ২.৫৭ শতাংশ বেতন বাড়ানোর দাবি করলেও সরকার ২.৪৪ শতাংশ বাড়তে সম্মত হয়েছে রাজ্য সরকার। তামিলনাড়–র দুই কোটি মানুষ বাসে যাতায়াত করেন। ফলে ধর্মঘটে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ