Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্যান্ডেলে ৬ টি সোনার বারসহ সাতক্ষীরার ভোমরা বন্দরে পাসপোর্ট যাত্রী আটক

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০১৮, ১২:৫০ পিএম

বিশেষ কায়দায় স্যান্ডেলের মধ্যে রেখে ভারতে পাচারকালে সাতক্ষীরার ভোমরা ন্থল বন্দরে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে কাস্টমস বিভাগ।
তার কাছ থেকে জব্দ করা হয়েছে ৬০০ গ্রাম ওজনের ছয়টি সোনার বার।
সাতক্ষীরা কাস্টমসের সহকারি রাজস্ব অফিসার বিকাশ বড়ুয়া জানান শনিবার সকালে ফারুক হোসেন নামের এক পাসপোর্ট যাত্রী ভারতে যাবার লক্ষ্যে ভোমরা কাস্টমসে আসেন। তার আচরণে সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করা হয়। এ সময় তিনি তার কাছে ছয়টি সোনার বার তার স্যান্ডেলের মধ্যে বিশেষ কায়দায় সেট করা রয়েছে বলে স্বীকার করেন। পরে তা উদ্ধার করা হয় ।
বিকাশ বড়–য়া জানান আটক পাসপোর্ট যাত্রী ফারুক হোসেন মাদারীপুর জেলার শিবচরের কান্দিরপাড় গ্রামের মজিবর রহমান হাওলাদারের ছেলে। তার পাসপোর্ট নম্বর অঋ ০৮৩৪৮৭৯
তিনি জানান ফারুক হোসেনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে সাতক্ষীরা সদর থানায়।
উল্লেখ্য গত ১ জানুয়ারি ১৫ টি সোনার বার স্যান্ডেলের মধ্যে একই কায়দায় সেট করে ভারতে পাচারকালে ভোমরা বন্দরে দুই পাসপোর্ট যাত্রীকে আটক করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ