গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
সংগঠনের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আসার পথে বাসের ভেতর গ্যাস বেলুন ফেটে ছাত্রলীগের ৮ কর্মী দগ্ধ হয়েছে। আহতদের তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন, আকাশ, রানা, রিফাত, রায়হান, মেহেদী, কাব্য, রওশন ও সৌরব। তাদের বয়স ১৮-২৫ হবে।
শনিবার বেলা ১১ টার দিকে ফার্মগেট এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে তারা রায়দা পরিবহনের একটি বাস রিজার্ভ করে উত্তরা থেকে শাহবাগে আসছিলেন। এসময় তাদের সঙ্গে গ্যাসের বেলুন ছিল। বাসটি ফার্মগেট এলাকায় আসার পরই সঙ্গে থাকা গ্যাসের বেলুন ফেটে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ছাত্রলীগের ৮ কর্মী দগ্ধ হন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।