রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : দিনাজপুরের ফুলবাড়ীতে গত বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১১ জন জুয়াড়ীকে আটক করে জরিমানা করেছেন। জরিমানার শিকার জুয়াড়ীরা হলেন, উত্তর কৃষ্ণপুর গ্রামের শফিউল ইসলাম, একই এলাকার আব্দুল ওহাব, তাহেরুল, ভেটাই গ্রামের বাবলু, জহুরুল, আইয়ুব আলী, নজরুল ইসলাম, আলাদিপুর গ্রামের নুর ইসলাম, সুজাপুর চাঁদ পাড়া গ্রামের আবুল কালাম আজাদ, একই এলাকার জহির উদ্দিন ও বাবুল। ফুলবাড়ী থানার ওসি মোঃ মোকসেদ আলী বলেন, উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পৌর এলাকার চাঁদপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় আটক করে প্রত্যেকের নিকট ১০০ টাকা করে জরিমানা করেন, ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার এহেতেশাম রেজা।
নেত্রকোনায় মানববন্ধন নেত্রকোনা জেলা সংবাদদাতা
‘আর নয় অপহরণ, হত্যা, ধর্ষণ, নির্যাতনমুক্ত সমাজ চাই, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই’ এই সেøাগানকে সামনে রেখে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুসহ সারাদেশে শিশু অপহরণ, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন নেত্রকোনা জেলা শাখা ও নেত্রকোনা নিউজ ২৪ ডটকমের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকালে মোক্তারপাড়ার কাচারী রোডে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় শিশু অপহরণ, ধর্ষণ ও হত্যার প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন নেত্রকোনা সাংবাদিক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, জনউদ্যোগের আহ্বায়ক অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।