Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সময়ের সঙ্গে নিয়মেও পরিবর্তন

| প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


স্পোর্টস রিপোর্টার : আগামী ১৫ জানুয়ারী থেকে মাঠে গড়াতে যাচ্ছে শ্রীলংকা-জিম্বাবুয়েকে নিয়ে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজ। তবে আগের দিনই জানা গিয়েছিল, পরিবর্তন এসেছে পূর্বঘোষিত সময়ে। সবকটি ম্যাচ বেলা আড়াইটার পরিবর্তে অনুষ্ঠিত হবে দুপুর ১২টায়। মূলত আবাহাওয়া এবং মাঠে শিশিরের কথা চিন্তা করেই ম্যাচ শুরুর সময়ে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শীতের সময় বেলা বারার সাথে সাথে মাঠে শিশিরের প্রভাব বেড়ে যায়। যেকারণে বোলারদের জন্য সমস্যা হয় বল গ্রিপ করতে। বিশেষ করে স্পিনারদেরকে এই সমস্যায় বেশী পরতে হয়। এছাড়াও ফিল্ডারদের জন্য অতিরিক্ত শিশিরের মাঝে ফিল্ডিং করাটাও দুর্বহ হয়ে পরে। এসব কথা মাথায় রেখেই ম্যাচের সময় আড়াই ঘন্টা কমিয়ে এনে ১২টা থেকে শুরু করার সিদ্ধান্ত নেয় বিসিবি।
শুধু সময়েই নয়, নিরাপত্তার কথা ভেবে নিয়মেও পরিবর্তন আনছে সংশ্লিষ্ট কতৃপক্ষ।
সিরিজে কিছুটা কড়াকড়ি আরোপ করা হয়েছে দর্শকদের আসন ব্যবস্থার উপর। এই সিরিজে নিজের আসন ব্যতীত অন্য কোথাও বসতে পারবেন না গ্যালারিতে থাকা দর্শকরা। ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপির সদর দফতরে ত্রিদেশীয় সিরিজের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক সমন্বয় সভায় এমনটিই জানান ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, ‘দেশটা আমাদের, রাষ্ট্রীয় সম্মান রক্ষার্থে আমাদের কাজ করতে হবে। বিসিবি, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে আমরা বিগত দিনে খেলোয়াড়দের সফল নিরাপত্তা দিয়ে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে আমাদের সক্ষমতাকে প্রমাণ করেছি। শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সকলের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি।’ গ্যালারির নিরাপত্তা নিয়ন্ত্রণের ব্যাপারে সচেতন হতে বলার পাশাপাশি তিনি আরও বলেন, ‘বিমানবন্দরকেন্দ্রিক, খেলোয়াড়দের আবাসনস্থল, খেলার ভেন্যু, প্র্যাকটিস ভেন্যু ও যাতায়াত পথের নিরাপত্তা বিধানের জন্য আমরা কঠোর অবস্থান নেব। হোটেলগুলোতে থাকতে হবে পর্যাপ্ত আলোর ব্যবস্থা। থাকতে হবে সিসি ক্যামেরা, আর্চওয়ে, লাগেজ স্ক্যানারসহ মেটাল ডিটেক্টর ব্যবস্থা। বহিরাগত গেস্ট প্লেয়ারদের সঙ্গে দেখা করতে হোটেলে তাদের রুমে যেতে পারবে না। প্রয়োজনে হোটেল লবিতে দেখা করবে।’
টিকিট কালোবাজারি ঠেকাতে ত্রিদেশীয় সিরিজে থাকবেন ডিবি ও পোশাকধারী পুলিশ। সবাইকে দায়িত্ববোধ নিয়ে কাজ করার আহŸান জানিয়ে তিনি বলেন, ‘যার যা দায়িত্ব সঠিকভাবে পালন করলে একটি নিরাপদ ও সুশৃঙ্খল সিরিজ উপহার দিতে পারব। আমরা আরো একবার সমন্বিত নিরাপত্তা প্রদান করে আমাদের ওয়ার্ল্ড ক্লাস নিরাপত্তা দেয়ার সক্ষমতার প্রমাণ দেব।’
১৫ই জানুয়ারি জিম্বাবুয়ের এবং বাংলাদেশের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজের মূল লড়াই। ২৭ই জানুয়ারি মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ