Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফ্রিকারও সেরা সালাহ

| প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


স্পোর্টস ডেস্ক : আফ্রিকা মহাদেশের ২০১৭ সালের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন লিভারপুলের মোহামেদ সালাহ। চলতি ইংলিশ প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ১৭ গোল করা এই ফরোয়ার্ড গত বছর মিশরকে রাশিয়া বিশ্বকাপের টিকেট এনে দিতে বড় ভূমিকা রাখেন। আফ্রিকা কাপ অব নেশনসে দেশটির ফাইনাল খেলার পেছনেও অবদান ছিল তার। আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের তালিকায় সালাহর ঠিক পরেই আছেন তার লিভারপুলের সতীর্থ সেনেগালের উইঙ্গার সাদিও মানে। ২০১৫ সালের এই পুরস্কার জয়ী বরুসিয়া ডর্টমুন্ডের পিয়েরে-এমেরিক আউবামেয়াং এবার হয়েছেন তৃতীয়।
গতরাতে হয়ে যাওয়া এফএ কাপে এভারটনের সঙ্গে লিভারপুলের ম্যাচের ২৪ ঘন্টা আগে ঘানার রাজধানী আক্রাতে এক অনুষ্ঠানে সালাহর হাতে পুরস্কারটি তুলে দেওয়া হয়। চোটের কারণে অবশ্য এই ম্যাচে খেলেন তিনি। পুরস্কার নিতে এসে ২৫ বছর বয়সী এই খেলোয়াড় বলেন, ‘এই পুরস্কারটি জয়ের স্বপ্ন সত্যি হলো। ২০১৭ সালটা আমার জন্য অবিশ্বাস্য ছিল। আমি এটা আফ্রিকা ও মিশরের সব শিশুদের উৎসর্গ করতে চাই। আমি তাদের বলতে চাই, কখনও স্বপ্ন দেখা বন্ধ করো না, কখনও বিশ্বাস করা বন্ধ করো না।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ