Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিশোরী ধর্ষণের সময় জনতার হাতে আটক

প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা : কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক কিশোরীকে ধর্ষণের সময় জনতা ধর্ষককে আটক করেছে। এ ঘটনায় ধর্ষিত কিশোরীর পিতা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। উপজেলার গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের জাফরাবাদ গ্রামের কৃষক মহিউদ্দিন মিয়ার কন্যা (১৬)-কে প্রেমের ফাঁদে ফেলে পার্শ্ববর্তী পশ্চিম আব্দুল্লাহপুর গ্রামের কলিম উদ্দিনের ছেলে অন্তর মিয়া (২২) গত সোমবার রাতে লিয়ার বাড়ির পাশের একটি কলাবাগানে ধর্ষণ করে বলে পারিবারিক ও থানা সূত্র জানায়। তার চিৎকারে লোকজন এগিয়ে আসে। পরে স্থানীয় লোকজন অন্তর মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় কিশোরীর পিতা বাদী হয়ে গত মঙ্গলবার থানায় মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে যোগাযোগ করা হলে কুলিয়ারচর থানার উপ-পরিদর্শক মুহাম্মদ আজিজুল হক বলেন, আসামি অন্তর মিয়াকে কোর্টে চালান দেয়া হয়েছে। ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কিশোরী ধর্ষণের সময় জনতার হাতে আটক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ