মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ইরানের বিরুদ্ধে ধারবাহিক বিদ্বেষী নীতির আওতায় নতুন করে ইরানের পাঁচটি শিল্প গোষ্ঠীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। মার্কিন সরকার বৃহস্পতিবার ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সহযোগিতা করার কথিত অভিযোগে ওই পাঁচ শিল্প গোষ্ঠীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। এসব কোম্পানিকে আন্তর্জাতিক অর্থনৈতিক লেনদেন ব্যবস্থা থেকে বের করে দেয়া হয়েছে। এসব কোম্পানি ইরানের বৃহৎ শিল্প গোষ্ঠী ‘শাহিদ বাকেরি’র শাখা প্রতিষ্ঠান হিসেবে কজ করছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় এক ঘোষণায় বলেছে, নিষেধাজ্ঞার আওতায় আসা পাঁচ ইরানি কোম্পানির সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে, এসব কোম্পানির সঙ্গে যেকোনো বাণিজ্যিক লেনদেন নিষিদ্ধ করা হয়েছে এবং এগুলোকে আন্তর্জাতিক অর্থনৈতিক লেনদেন ব্যবস্থা থেকে বের করে দেয়া হয়েছে। এর আগে মার্কিন কর্মকর্তারা স¤প্রতি বলেছিলেন, ইরানের চলমান গোলযোগের পরিপ্রেক্ষিতে দেশটির বিরুদ্ধে অচিরেই নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। বাস্তবতা হচ্ছে, ১৯৭৯ সালে ইসলামি বিপ্লব বিজয়ের পর থেকে এ পর্যন্ত আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের ষড়যন্ত্র, হুমকি ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ইরান। এদিকে ইরানের বিক্ষোভ ও সহিংসতার ওপর ঘনিষ্ঠ নজর রাখছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র হিদার ন্যুয়ার গত বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা জানান। এতে বলা হয়, যারা রাস্তায় নেমে আন্দোলন করছেন, দুর্ভাগ্যজনকভাবে ইরান সরকার তাদের গ্রেফতার করছে, হত্যা করছে। ইরানি জনগণ মর্যাদাপূর্ণ আচরণ প্রাপ্তি, দুর্নীতি বন্ধ, জবাবদিহি প্রতিষ্ঠা, অর্থনৈতিক সুযোগ বৃদ্ধির জন্য তাদের আকাক্সক্ষা ব্যক্ত করছেন। এতে আরও বলা হয়, ইরানের জনগণের ন্যায়সঙ্গত এই আকাক্সক্ষার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে। আমরা ইরান সরকারের প্রতি তথ্য ও চিন্তার অবাধ বিনিময়ের সুযোগ দেওয়ার আহŸান জানাই। পার্সটুডে, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।