Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন নিয়ে লেখা বই সম্পূর্ণ মিথ্যা : ট্রাম্প

| প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন নিয়ে লেখা নতুন বইকে ‘সম্পূর্ণ মিথ্যা’ উল্লেখ করে তা বৃহস্পতিবার নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বইটি প্রকাশে বাধা দেয়ার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর তিনি এমন মন্তব্য করলেন। সাংবাদিক মাইকেল উলফের ‘ফায়ার অ্যান্ড ফিউরি : ইনসাইড দি ট্রাম্প হোয়াইট হাউস’ বইয়ের কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইটার বার্তায় বলেন, ‘ভুয়া বইয়ের লেখকের হোয়াইট হাউসে প্রবেশের আমি কোনো অনুমতি দেইনি! এ বইয়ের জন্য আমি তার সঙ্গে কখনো কোনো কথা বলিনি। বইটি সম্পূর্ণ মিথ্যা। এটির উপস্থাপনায় সম্পূর্ণ কাল্পনিক কাহিনী ব্যবহার করা হয়েছে, বাস্তবে যার কোনো অস্তিত্ত¡ নেই।’ নিজের সাবেক প্রধান কৌশলবিদ স্টিভ ব্যাননের কথা উল্লেখ করে ট্রাম্প লিখেন, ‘এ লোকের অতীত লক্ষ্য করুন এবং তার সঙ্গে কি ঘটেছে তা দেখুন।’ ব্যাননসহ ট্রাম্পের প্রধান সহকারীদের উদ্ধৃতি দিয়ে এ বইয়ে অফিস করার জন্য তার শারীরিক সক্ষমতার ব্যাপারে অনেক সন্দেহ প্রকাশ করা হয়। বইটি প্রকাশে বাধা দিতে ট্রাম্প তার আইনজীবীদের নির্দেশনা দেয়ার পরও প্রকাশক চারদিনের মাথায় শুক্রবার এ বই প্রকাশের তারিখ নির্ধারণ করেন। এর আগে ট্রাম্পের প্রেসিডেন্সির অজানা সব বিস্ফোরক তথ্যে ভরা নতুন বই প্রকাশ ঠেকানোর চেষ্টায় করেন তার আইনজীবীরা। ট্রাম্পের আইনজীবীরা একটি চিঠিতে বইটির লেখক এবং প্রকাশকের কাছে এর প্রকাশ, প্রচার এমনকি প্রকাশনাও অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছেন। মার্কিন এটর্নি চার্লস জে হার্ডার বলেছেন, তিনি বইটির লেখকের বিরুদ্ধে মানহানির অভিযোগ আনবেন। বইটিতে ট্রাম্পকে নিয়ে নানা অজানা তথ্যের মধ্যে হোয়াইট হাউজের সাবেক চিফ স্ট্র্যাটেজিস্ট স্টিভ ব্যননের একটি বিস্ফোরক মন্তব্য আছে। বইয়ের তথ্যানুসারে, নির্বাচনী প্রচারের সময় রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে ট্রাম্পপুত্র ডোনাল্ড জুনিয়রের বৈঠককে ‘রাষ্ট্রদ্রোহমূলক’ বলে অভিযোগ করেছিলেন ব্যানন। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ