মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : পুরো পৃথিবীর সব অর্থ ঢেলে দেয়া হলেও জেরুজালেম ত্যাগ করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন ফাতাহ। যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিলিস্তিন একটি উন্মুক্ত রাজনৈতিক যুদ্ধে নিয়োজিত রয়েছে বলে মন্তব্য। যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে এ হুঁশিয়ারি দেন ফাতাহের কেন্দ্রীয় কমিটির সদস্য আজম আল আহমেদ। একই সঙ্গে তিনি জেরুজালেম বিষয়ে ট্রাম্প প্রশাসন তার সিদ্ধান্ত না পাল্টালে মধ্যপ্রাচ্যে কোনো ধরনের শান্তি প্রক্রিয়ায় ওয়াশিংটনকে মধ্যস্থতাকারী হিসেবে মেনে নেয়া হবে না বলেও জানান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার ফিলিস্তিনকে তার দেশের অর্থ সহায়তা বন্ধের হুমকির পরিপ্রেক্ষিতেই ফাতাহ নেতা আজম আল আহমেদ ওই মন্তব্য করেছেন। ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তায় যুক্তরাষ্ট্র জাতিসংঘের নির্দিষ্ট সংস্থার মাধ্যমে বছরে কয়েকশ’ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দিয়ে থাকে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।