পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপিকে সমাবেশে ‘বাধা’ দেয়ায় আবারও প্রমাণ হল আওয়ামী লীগ গণতন্ত্র হত্যাকারী দল। গণতন্ত্রের বিভিন্ন আন্দোলনকে দমনে প্রশাসনকে টর্চারিং মেশিন হিসেবে ব্যবহার করছে সরকার।
শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ‘আওয়ামী লীগ যে গণতন্ত্র হত্যাকারী দল- তার আর একটি প্রমাণ হল, আজ ৫ জানুয়ারি বিএনপিকে সমাবেশ করতে বাধা দেয়া। এর মাধ্যমে বিরোধী দলের অধিকারের ওপর দুর্বৃত্তমূলক আচরণ প্রকাশ করল আওয়ামী লীগ।’
দখল-লুটপাট চিরস্থায়ী রূপ দিতে আওয়ামী লীগ বিরোধী দলশূন্য রাষ্ট্রব্যবস্থা কায়েম করতে চাচ্ছে বলে অভিযোগ করেন রিজভী।
আওয়ামী লীগ গণতন্ত্র বিশ্বাস করে না অভিযোগ করে তিনি আরও বলেন, ‘তারা বহুমাত্রিকতা ও বৈচিত্র্যে বিশ্বাস করে না। তাদের মুক্তিযুদ্ধের চেতনার অন্তর্নিহিত উপাদান হচ্ছে- নিজেদের লোভ, দুর্নীতি ও দখলবাজি অব্যাহত রাখা। এসব অপকর্মের বিরুদ্ধে আওয়াজ উঠবে বলেই তারা বিরোধী দল সহ্য করতে পারে না।’
বিএনপির সিনিয়র এ নেতা আরও অভিযোগ করেন, ‘গণতন্ত্র হত্যা দিবসে সারা দেশে বিএনপি নেতাকর্মীদের পুলিশ হুমকি দিচ্ছে। দেশব্যাপী বিএনপি যাতে কালো পতাকা মিছিল করতে না পারে, সে জন্য প্রশাসনকে টর্চারিং মেশিন হিসেবে ব্যবহার করছে সরকার।’
এ সময় ৬ জানুয়ারি ঢাকায় বিএনপির বিক্ষোভের ঘোষণাও দেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।