Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

৬ ঘণ্টা পর মাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

মুন্সীগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০১৮, ১১:৩৫ এএম

ঘন কুয়াশার কারণে প্রায় ৬ঘণ্টা বন্ধ থাকার পর মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথের ফেরি চলাচল শুরু হয়েছে।
শুক্রবার সাকাল ১০টার দিকে ঘন কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয় বলে জানা গেছে। এর আগে, ভোর ৪টায় মাঝ নদীতে যানবাহন ও যাত্রী নিয়ে নোঙর করে ছিল পাঁচটি ফেরি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক গিয়াস উদ্দিন পাটোয়ারীর জানান, বৃহস্পতিবার রাতে ফেরি চলাচল স্বাভাবিক থাকলেও শেষ রাতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। তখন ফেরি চলাচলে বিঘ্ন ঘটে।র
এ সময় তিনি আরও জানান, এর ফলে ঝুঁকি এড়াতে ভোর রাত ৪টা থেকে সব ফেরি বন্ধ করে দিতে হয়েছে। প্রায় একশ যানবাহন নিয়ে মাঝ পদ্মায় নোঙর করা আছে রো রো ফেরি শাহ মখদুম ও শাহ এনায়েতপুরী। এ ছাড়া দুটি কে-টাইপ ও একটি টানা ফেরিও আটকে আছে মাঝ নদীতে।
পারাপার হতে না পারা রাতের কিছু সংখ্যক যানবাহন এবং সকালে জমতে থাকা গাড়িসহ শিমুলিয়া ঘাটে প্রায় দেড় শতাধিক যানবাহনের সারি বেঁধেছে বলে জানান পাটোয়ারী।
তবে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফেরি চলাচল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ