Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষকদের দাবি মেনে নিতে সরকারের শরিক দলের নেতাদের আহ্বান

প্রচন্ড শীতে কাটছে মানবেতর জীবন

| প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : প্রচন্ড শীত আর ঠান্ডা বাতাস উপেক্ষা করে অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। কারো গায়ে চাদর, কারো বা শোয়েটার-জ্যাকেট দিয়েই ঠান্ডা থেকে বাঁচার চেষ্টা করছেন তারা। তবে ঠান্ডার মধ্যে মানবেতর জীবন-যাপন এবং অনেকে অসুস্থ হয়ে পড়লেও আন্দোলন থেকে পিছু হটতে যান না তারা। আন্দোলনরত শিক্ষকরা বলেন, দীর্ঘদিন ধরে বেতন ছাড়া চাকরি করে আসছি। এর চেয়ে বড় মানবেতর জীবন-যাপন আর কি হতে পারে। আন্দোলনে আসার আগে পরিবারের সবার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। হয় এমপিও নিয়ে ফিরবো অথবা মারা গেলেও কোন দুঃখ থাকবেনা। নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায় বলেন, এমপিওভুক্তির সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত আমরা যত কষ্টই হোক আন্দোলন চালিয়ে যাবো। তারা জানান, অনশনের পঞ্চম দিন পর্যন্ত ১০৪জন শিক্ষক অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদিকে অনশনরত শিক্ষকদের দাবি মেনে নিতে আহŸান জানিয়েছেন সরকারের শরিকদলের নেতারা। গতকাল (বৃহস্পতিবার) এমপিওভুক্তির দাবিতে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অনশনের পঞ্চম দিনে আন্দোলনকারীদের মাঝে উপস্থিত হয়ে তারা এই আহŸান জানান। দুপুর ১টার দিকে ক্ষমতাসীন মহাজোটের শরিক সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া জাতীয় প্রেসক্লাবে আন্দোলনরত শিক্ষকদের মাঝে উপস্থিত হয়ে বলেন, শিক্ষকদের দাবি উপেক্ষা করে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়া সম্ভব নয়। তিনি বলেন, বেসিক ব্যাংক, শিল্প ব্যাংকের অর্থ লুটপাট হয়েছে। ৪ হাজার কোটি টাকা লুটপাট হয়েছে ব্যাংক থেকে। এতো টাকা চুরি হয় আর শিক্ষকদের এমপিওভুক্তি বাবদ এক হাজার কোটি টাকা কেন ভর্তুকি দেবে না সরকার? তিনি বলেন, শিক্ষকরা জাতি গঠনে কাজ করে যান। তাদের কথা অবশ্যই প্রধানমন্ত্রী বিবেচনা করবেন। দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা শিক্ষামন্ত্রীর সমালোচনা করে বলেন, শিক্ষকদের দাবি যৌক্তিক। শিক্ষামন্ত্রীর বক্তব্য শিক্ষক বা সমাজের জন্য শোভনীয় নয়। শিক্ষামন্ত্রীর প্রতি উদাত্ত আহŸান জানাই শিক্ষকদের দাবি পুনরায় বিবেচনা করুন। এ ছাড়া জাতীয় প্রেসক্লাবের ভেতরে একটা অনুষ্ঠানে এসে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন শিক্ষকদের দাবি যৌক্তিক বলে মন্তব্য করেন। শিক্ষকদের আন্দোলনে সংহতি প্রকাশ করে জাতীয় নির্বাচনকে সামনে রেখে ২১ দফা কর্মসূচি ঘোষণাও করেন তিনি।
অনশনরত নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের নেতৃবৃন্দ সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির সুনির্দিষ্ট সময় ঘোষণার দাবি করে এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন। তারা এমপিওভুক্তির বিষয়ে নিশ্চিত না হয়ে বাড়ি ফিরে যাবেন না বলে প্রত্যয় ব্যক্ত করে আসছেন। নেতৃবৃন্দ বলেন, এমপিওভুক্তির দাবি আদায় ত্বরান্বিত করতে সারাদেশের নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা ঢাকায় এসে আন্দোলনে যোগ দেওয়ায় আন্দোলন আরো জোরদার হয়েছে। সংগঠনটির সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায় জানান, গতকাল আমরণ অনশনের ৫ম দিন পর্যন্ত ১০৪ জন শিক্ষক-কর্মচারী অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করেছেন।
তারা জানান, আমরণ অনশন কর্মসূচিতে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব প্রফেসর আনু মুহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর ফাহমিদুল হক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক মোহঃ তানজীম উদ্দিন খান, একাউন্টিং বিভাগরে সহযোগী অধ্যাপক মোশাহিদা সুলতানা, সিপিবির সম্পাদকমন্ডলীর সদস্য রুহিন হোসেন প্রিন্স, বাসদের কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য শুভ্রাংশু চক্রবর্তী প্রমুখ।



 

Show all comments
  • ৫ জানুয়ারি, ২০১৮, ১০:০৪ পিএম says : 0
    শিক্ষকরাই মানুষ গড়ার কারিগর
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিক্ষক

১৪ অক্টোবর, ২০২২
৫ অক্টোবর, ২০২২
৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ