রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা থেকে : সাতক্ষীরায় বেতনের টাকা স্বামীকে না দেয়ায় নাফিজা খাতুন ময়না নামে এক স্কুল শিক্ষিকাকে (২৫) শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার ভোর রাতে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাফিজা খাতুন ময়না ওই গ্রামের মোখলেছুর রহমানের স্ত্রী ও দু’কন্যা সন্তানের জননী। স্থানীয় সূত্র জানায়, আলিপুর গ্রামের মোখলেছুর রহমানের স্ত্রী নাফিজা খাতুন ময়না স্থানীয় ব্র্যাক পরিচালিত স্কুলে শিক্ষকতা করতেন। গত বুধবার তিনি বেতনের অংশ থেকে পূর্বে জমানো ৫০ হাজার টাকা দু’মেয়ের নামে ব্যাংকে রাখেন। টাকা স্বামীকে না দিয়ে ব্যাংকে জমা রাখায় বাড়িতে ফিরলে তার ওপর শুরু হয় নির্যাতন। এরই প্রেক্ষিত গভীর রাতে তাকে শ্বাসরোধ করে হত্যার পর ঘরের সিলিং ফ্যানে ঝুলিয়ে আত্মহত্যার প্রচার দেয় স্বামী মোখলেছ। স্থানীয়রা আরো জানান, গত বুধবার সারাদিন তাকে পানি পান করতেও দেয়া হয়নি। সাতক্ষীরা সদর থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।