Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইসিসি ‘রানঅ্যাওয়ে লিডার’ সাকিব

এমসিসি সভায় যোগ দিতে আজই যাচ্ছেন অস্ট্রেলিয়া

| প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বর্তমানে ক্রিকেট বিশ্বে বাংলাদেশের সবচেয়ে পরিচিত নাম সাকিব আল হাসান। শুধু একটি ফরম্যাটে নয়; টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি তিন ফরম্যাটেই অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করা প্রথম ক্রিকেটার সাকিব। সাফল্যের পাতায় যুক্ত করেছেন অসংখ্য রেকর্ড। ২০১৭ সালেও নিজের সহজাত পারফরম্যান্স ধরে রেখেছেন সাকিব। বছরের বেশিরভাগ অংশ জুড়েই ছিলেন আইসিসির তিন ফরম্যাটের অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষে। সাকিবের এমন সাফল্যকে ‘রানঅ্যাওয়ে লিডার’ হিসেবে উল্লেখ করেছে আইসিসি।

২০১৭ শেষ। নতুন বছরে আগের বছরের সেরাদের তালিকা করা হচ্ছে। ভারতের ক্রিকবাজ, টাইমস অব ইন্ডিয়া, ক্রিকইনফো থেকে শুরু করে গার্ডিয়ান, ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা একাদশে সুযোগ পেয়েছেন সাকিব। এদিকে সা¤প্রতিক সময়ে সাকিবকে নিয়ে আইসিসি এক বিবৃতিতে উল্লেখ করে, ‘যত অলরাউন্ডার আছেন তাদের মধ্যে সব ফরম্যাট মিলে সাকিব রানঅ্যাওয়ে লিডার। ভারতের অশ্বিন-জাদেজা টেস্টে, পাকিস্তানের মোহাম্মদ হাফিজ একদিনের ক্রিকেটে, অস্ট্রেলিয়ার গেøন ম্যাক্সওয়েল টি-টোয়েন্টিতে বছরের বিভিন্ন সময়ে সাকিবের থেকে শীর্ষস্থান পেতে লড়াই করেছেন।’
আইসিসির এমন বিবৃতি সাকিবের অফিশিয়াল ফেসবুকে পেজে তুলে ধরা বলা হয়, ‘অনবদ্য আরেকটি অর্জন! ক্রিকেটের তিন ফরম্যাটের অলরাউন্ডার র‌্যাঙ্কিং এর সেরা হওয়ায় ‘রানঅ্যাওয়ে লিডার’ হিসাবে দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এর নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। সাফল্যের এই প্রাপ্তি আসন্ন সিরিজগুলোতেও তাকে আরও ভালো খেলার প্রেরণা যোগাবে অবশ্যই।’
প্রায় ৩ মাস আগে (অক্টোবরে) মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) কমিটিতে সদস্য হবার গৌরব অর্জন করেছিলেন সাকিব আল হাসান। প্রথম বাংলাদেশি হিসেবে এই ক্লাবের সদস্য হোন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড়। এমসিসির নতুন কমিটির প্রথম বৈঠক হবে আগামী ৯ ও ১০ জানুয়ারি, সিডনিতে। আর প্রথম সভায় যোগ দিতে আজ রাতেই অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়ার কথা বাংলাদেশ ক্রিকেটে উজ্জ্বল এই নক্ষত্রের।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ