মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ইরানের পশ্চিমাঞ্চলীয় একটি শহরে সরকারবিরোধী বিক্ষোভ চলার সময় দেশটির অন্তত তিনজন গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছেন। ইরানের রেভ্যুলশনারি গার্ড কর্পোরেশনে এক বিবৃতির বরাতে এ খবর জানিয়েছে দেশটির বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি। মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়, পিরানশাহর শহরে এই সহিংসতার ঘটনা ঘটে। ইরানে গত সপ্তাহে ডিমের দাম বাড়া এবং আগামী বছরের বাজেটে জ্বালানি তেলের দাম বাড়ানোর বিরোধিতা করে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত দেন। অনেকে আবার দেশে কাজের সুযোগ কমে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তা ছাড়া লাইসেন্সবিহীন সংস্থায় বিনিয়োগ করে তারা কীভাবে টাকা খুইয়েছেন তারও বিশদ বর্ণনা দিতে থাকেন ইরানের সবচেয়ে জনপ্রিয় সামাজিকমাধ্যম টেলিগ্রামে। এর পর গত ২৮ ডিসেম্বর থেকে কয়েকটি শহরে বিক্ষোভ শুরু হয়। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশছোঁয়া মূল্যের কারণে বিক্ষোভ শুরু হলেও বিক্ষোভকারীরা এখন সরকার পরিবর্তনের দাবি জানাচ্ছে। এ বিক্ষোভ কেন্দ্র করে এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ২৩ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। মিডল ইস্ট মনিটর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।