Inqilab Logo

সোমবার ০৪ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১, ০১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রেমিট্যান্সের অর্থ হুন্ডি, ৮ বিকাশ এজেন্ট গ্রেফতার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০১৮, ১০:৪৫ এএম | আপডেট : ১১:৪২ এএম, ৪ জানুয়ারি, ২০১৮

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অবৈধ লেনদেন ও মুদ্রা পাচারের মামলায় ৮ বিকাশ এজেন্টকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বুধবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সিনিয়র সহকারী পুলিশসুপার শারমিন জাহান বলেন,“রেমিটেন্সের অর্থ অবৈধভাবে বিকাশের মাধ্যমে হুন্ডি করার অভিযোগে মানি লন্ডারিং আইনে নয়টি মামলা রয়েছে তাদের বিরুদ্ধে।
তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারদের নাম পরিচয় বা অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি পুলিশ।
বৃহস্পতিবার সিআইডির মালিবাগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানান শারমিন জাহান।
সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মর্যাদার একজন কর্মকর্তা জানান, বাংলাদেশ ব্যাংক বিকাশ-এর তিন হাজার এজেন্টের ‘অস্বাভাবিক’ লেনদেন তদন্ত করতে অনুরোধ করেছিল সিআইডিকে। তার ধারাবাহিকতায় ওই আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আট এজেন্টের গ্রেপ্তারের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিকাশ কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ