Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিভাগীয় পর্যায়ের খেলা ৮ জানুয়ারি শুরু

| প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : প্রথম বাংলাদেশ যুব গেমসের জেলা পর্যায়ের খেলা শেষ হয়েছে গত ২৪ ডিসেম্বর। দেশের ৬৪ জেলাতেই ব্যাপক সাড়া ফেলেছে যুব গেমস। তাই গেমসের বিভাগীয় পর্যায় আরও আকর্ষনীয় করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। শক্তিশালী দল গঠনের জন্য বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোর অনুরোধে গেমসের বিভাগীয় পর্যায়ের খেলা দু’দিন পিছিয়ে দেয়া হয়েছে। পূর্ব নির্ধারীত তারিখ ৬ জানুয়ারির পরিবর্তে দেশের আট বিভাগে মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে ৮ জানুয়ারী থেকে একযোগে শুরু হবে বিভাগীয় পর্যায়ের খেলা। প্রতিযোগিতা শেষ হবে ১৩ জানুয়ারি। বিভাগীয় পর্যায়ের খেলায় অংশগ্রহনের জন্য জেলা দল গঠনে প্রতিটি জেলা ক্রীড়া সংস্থার অনুকূলে ৫০ হাজার টাকা করে দেবে বিওএ। যার বন্টন ইতোমধ্যে শুরু হয়েছে। শুধু তাই নয়, প্রচার-প্রচারণার জন্য প্রতিটি বিভাগকে দেয়া হয়েছে আর্থিক সহায়তাও। এই খাতে বিওএ বরাদ্দ রেখেছে ১০ লাখ টাকা। প্রতিটি ভেন্যুতে উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতা আয়োজনে বিলবোর্ড,ব্যানার ও ফেস্টুন লাগানো হবে। ইতোমধ্যে বিভাগীয় কমিশনারদের সঙ্গে বিওএ’র সমন্বয় সভায় নির্ধারণ হয়েছে প্রতিযোগিতার ভেন্যু। তরুণ প্রতিযোগিদের উৎসাহ দিতে পর্যায়ক্রমে আট বিভাগের নির্ধারিত ভেন্যুগুলো পাঠানো হবে দেশের খ্যাতিমান সাবেক ও বর্তমান ২৩ তারকা ক্রীড়াবিদকে। যারা যুব গেমসের শুভেচ্ছা দূত মনোনীত হয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ