Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিয়ানমার বাহিনীর তৎপরতায় মনিপুর সীমান্তে উত্তেজনা

| প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের মনিপুর রাজ্যের সঙ্গে সীমান্তের নোম্যান্স ল্যান্ডে মিয়ানমার বাহিনীর মাটি কাটা নিয়ে ওই এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। মনিপুরের তেংনওপাল সীমান্তে ৩১ ডিসেম্বর এই ঘটনা ঘটে। মিয়ানমার সেনাবাহিনীর সদস্যরা সম্প্রতি আকস্মিকভাবে নোম্যান্স ল্যান্ডে প্রবেশ করে মাটি কেটে সমান করতে শুরু করে বলে কর্মকর্তারা জানান। ঘটনাস্থল পরিদর্শনকারী তেংনওপাল কালেক্টর কে রঘুমনি সংবাদ মাধ্যমকে জানান নোম্যান্স ল্যান্ডে ভারতের অনেকে হাঁস-মুরগি বা শূকরের খামার করেছে। তাদেরকে সেগুলো সরিয়ে নিতে বলা হয়েছে। তা নাহলে প্রশাসন সেগুলো ভেঙ্গে দেবে। স্থানীয় পুলিশ কর্মকর্তা ইবোমচার বলেন যে, মিয়ানমারের সেনারা ওই এলাকার নোম্যান্স ল্যান্ডে ভূমি (মাটি) সমান করার কাজ শুরু করার পর পুলিশ তা থামিয়ে দেয়। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ