Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমার নাম খান, আমি সন্ত্রাসী নই : ইমরান

| প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ও প্রাক্তন ক্রিকেটার ইমরান খান গত মঙ্গলবার এক টুইটে বলেছেন, আমার নাম খান, আমি সন্ত্রাসী নই। পাকিস্তান টেলিভিশন (পিটিভি) ভবনে ২০১৪ সালে হামলার ঘটনায় চারটি মামলা থেকে জামিন পাওয়ার পর বলিউড বাদশাহ শাহরুখ খান অভিনীত ‘মাই নেম ইজ খান’ সিনেমার সংলাপ দিয়ে টুইট করেন ইমরান খান। খবরে বলা হয়েছে, গত মঙ্গলবার ইসলামাবাদের একটি সন্ত্রাসবিরোধী আদালত পিটিআই চেয়ারম্যানের গ্রেপ্তারপূর্ব জামিন আবেদন গ্রহণ করেন। রায়ের পর আদালত চত্বরে গণমাধ্যমকর্মীদের উদ্দেশে ইমরান খান বলেন, ‘রায়ে প্রমাণিত হয়েছে, আমি সাদিক (বিশ্বাসী) ও আমিন (ধার্মিক), সন্ত্রাসী নই। আমি আইনের প্রিয়পাত্র, কারণ আমি আইন মেনে চলি।’ দুর্নীতির দায়ে ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমি যে পথ সুবিবেচনার মধ্য দিয়ে যেতে পেরেছি, নওয়াজ শরিফ তার অর্ধেকও পার হতে পারেননি। আমার জীবনে আমি কখনো চুরি করিনি।’ গণমাধ্যমের তথ্যানুযায়ী, ২০১৪ সালের আগস্ট মাসে পিটিআই ও তাদের মিত্র পাকিস্তান আওয়ামি তেহরিক (পিএটি)-এর কর্মী-সমর্থকরা অভিজাত ও কঠোর নিরাপত্তা বলয় রেড জোনে পিটিভির কার্যালয়সহ বেশ কিছু সরকারি প্রতিষ্ঠানে হামলা চালায়। ডন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ