বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দাবি না মানলে কাল থেকে নন -এমপিওভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।
আজ বুধবার টানা চতুর্থ দিনের মতো আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এসব শিক্ষক-কর্মচারীরা।
এমপিওভুক্তর দাবিতে রাজধানীর প্রেসক্লাবের সামনে কয়েকশ শিক্ষক-কর্মচারী আমরণ অনশন করছেন।
শিক্ষকদের নেতারা বলেন, আমরণ অনশন পালনে প্রায় ৫০ জন শিক্ষক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে এর মধ্যে অনেকে সুস্থ হয়ে ফিরে আবারো অনশনে যোগ দিয়েছেন।
এছাড়াও বিভিন্ন জেলা থেকে আগত নতুন করে আরও অনেক শিক্ষক-কর্মচারী এমপিওভুক্তর আন্দোলনে যোগ দিয়েছেন।
নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার আমরণ অনশন পালনে অসুস্থ হয়ে পড়েছেন। তার শরীরে গত তিন ধরে স্যালাইন লাগানো হয়েছে।
উল্লেখ্য, এমপিওভুক্ত, সহকারী শিক্ষকদের মতো বেতন, বাসা ভাড়া ও চিকিৎসা ব্যয় পাওয়াসহ বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড, ফেস্টুনে ‘মা ভাত দাও’, মা ‘এমপিও চাই’ ‘করুণা নয় নিজেদের অধিকার চাই’ এমন বিভিন্ন স্লোগান লেখা হাতে নিয়ে ও শরীরে সাদা টি-শার্টে পড়ে প্রেসক্লাবের সামনে বসে আমরণ অনশন করছেন শিক্ষক কর্মচারীরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।