Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পেরুতে বাস সৈকতে পড়ে নিহত ৩৬

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০১৮, ১১:০৮ এএম

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩৬ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার একটি যাত্রীবাহী বাস খাড়া পাহাড়ি সড়ক থেকে ১০০ ফুট নিচের পাথুরে সৈকতে পড়ে গেলে এ প্রাণহানির ঘটনা ঘটে। খবর বিবিসির।
পেরুর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার পর দুমড়ে মুচড়ে যাওয়া বাসটি থেকে ছয়জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
খবরে বলা হয়, রাজধানী লিমার উত্তরে পাসামায়ো এলাকার ওই সড়কটিকে পেরুর অন্যতম দুর্ঘটনাপ্রবণ রাস্তা হিসেবে বিবেচনা করা হয়। যেখানে দুর্ঘটনাটি ঘটেছে, সড়কের ওই অংশটিকে বলা হয় ‘কুরভা দেল দিয়াবলো’, বাংলায় এর অর্থ ‘শয়তানের বাঁক’।
পেরুর কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ওই বাসে ৫০ জন আরোহী ছিলেন। লিমা থেকে ১৩০ কিলোমিটার দূরে হুয়াচো জেলায় যাচ্ছিলেন তারা।
পেরুর পরিবহন প্রধান ডিনো এসক্রুদো বলেন, অন্য একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ ঘটার কারণে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং সড়ক থেকে নিচে পড়ে যায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
একটি হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার অভিযান চালানো হচ্ছে বলে খবরে জানানো হয়েছে।
দেশটির প্রেসিডেন্ট পেদ্রো পাবলো কুচিনস্কি বলেছেন, এই দুর্ঘটনায় পুরো দেশ শোকাহত। এক বিবৃতিতে তিনি হতাহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, পেরুতে দুর্ঘটনা সাধারণ একটি বিষয়। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০১৬ সালে তিন হাজার ৮০০ টিরও বেশি দুর্ঘটনায় ৪৯৩ জন মারা গেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ