Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাইফের জয়

| প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দশম জয় পেল নবাগত সাইফ স্পোর্টিং ক্লাব। অন্যদিকে টিম বিজেএমসির পয়েন্টে ভাগ বসালো পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। গতকাল বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে লিগের ২০তম রাউন্ডে দিনের প্রথম ম্যাচে বিজেএমসি গোলশূণ্য ড্র করে রেলিগেশনের শঙ্কায় থাকা রহমতগঞ্জের বিপক্ষে। এই ড্র’তে ২০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তালিকার সপ্তমস্থানেই রইলো বিজেএমসি। সমান ম্যাচে ১৪ পয়েন্ট পাওয়া উঠে আসলো এগারোতমস্থানে। একই ভেন্যুতে সন্ধ্যায় অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাব ২-১ গোলে হারায় শেখ রাসেল ক্রীড়া চক্রকে। লিগে এটা রাসেলের সপ্তম হার। এই জয়ে সাইফ স্পোর্টিং ২০ ম্যাচে ৩৮ পয়েন্ট পেয়ে তালিকার চতুর্থস্থানেই থাকলো। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শেখ রাসেলও রইলো আগের অবস্থানে (ষষ্ঠস্থানে)। এই ম্যাচের মধ্যদিয়ে শেষ হলো লিগের ২০তম রাউন্ডের খেলা। আজ এবং আগামীকাল কোন খেলা নাই। দু’দিনের বিরতি শেষে শুক্রবার শুরু হবে বিপিএলের ২১তম রাউন্ড। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল সাড়ে ৪টায় এই রাউন্ডের প্রথম ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মুখোমুখী হবে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের। একই ভেন্যুতে সন্ধ্যা পৌনে ৭টায় ঢাকা আবাহনী খেলবে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে। এ ম্যাচে নির্ধারণ হবে কার ঘরে যাবে লিগ শিরোপা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ