Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সহিংসতায় ২০১৭ সালে লিবিয়ায় নিহত ৪৩৩

| প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : লিবিয়ায় ২০১৭ সালে সহিংসতা ও অবৈধভাবে মৃত্যুদন্ডের মাধ্যমে ৪৩৩ জনকে হত্যা করা হয়েছে। এরমধ্যে ৭৯ জন শিশু ও ১০ জন নারী রয়েছে। একটি মানবাধিকার সংস্থার বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এ খবর জানিয়েছে। ত্রিপোলিভিত্তিক জাতীয় মানবাধিকার কমিশনের (এনএইচআরসি) বার্ষিক প্রতিবেদনে বলা হয়, সংঘর্ষ, সহিংসতা ও অবৈধ মৃত্যুদন্ডে নিহতদের মধ্যে ৭৯ শিশু ও ১০ নারী ছিল। প্রতিবেদনে বলা হয়, গত বছরে দেশটিতে মোট ২০১ জনকে অবৈধভাবে মৃত্যুদন্ড দেওয়া হয়। লিবিয়ার বেনগাজি, দ্রেনা ও সিরতে শহরে বোমা হামলায় ১৫৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়। আর ত্রিপোলি, সাবহা, বেনগাজি, যাবিয়া, সাবরাথাসহ আরও তিনটি শহরে সহিংসতা ও যুদ্ধে আরও ৭৫ জন নিহত হয়। এনএইচআরসি প্রতিবেদনে বলা হয়, গত বছর ১৪৩ জনকে অবৈধভাবে গ্রেফতার করা হয়েছে আর ১৮৬ জন ব্যক্তি অপহরণের শিকার হয়েছেন। এসব ছাড়াও সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের অবৈধভাবে আটক, নির্যাতন ও হুমকির মতো ঘটনা ঘটেছে ৩৪টি। দেশটিতে বসাবসের পরিবেশ সম্পর্কে প্রতিবেদনে বলা হয়, নাগরিকরা এখন মানবিক সংকটে ভুগছে। দেশটির এক তৃতীয়াংশ মানুষ মানবিক সমস্যার মধ্যে রয়েছে। এতে বলা হয়, ‘জনগণ নিরাপদ খাবার ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। তিন লাখ ৯০ হাজারের বেশি অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষসহ প্রায় ৩৫ লাখ বাসিন্দার বাসস্থান, মানবিক ও স্বাস্থ্যসেবার উন্নতির জন্য সহায়তা দরকার।’ আনাদোলু।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ