Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাশ্মিরে এক বছরে শিশুসহ নিহত ২৯১

| প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে গত এক বছরে নিরাপত্তা বাহিনীর হাতে ২৯১ জন নিরীহ মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয় নারী এবং ১৮ জন তরুণ রয়েছে বলে রেডিও পাকিস্তানের বরাত দিয়ে এ কথা জানিয়েছে ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন। কাশ্মির মিডিয়া সার্ভিসের গবেষণা শাখা এ তথ্য দিয়েছে। এতে আরো বলা হয়েছে, নিহতদের মধ্যে ২২জন আটক অবস্থায় প্রাণ দিয়েছেন। ভারতীয় নিরাপত্তা বাহিনীর চালানো হত্যাকান্ডে ৩১ জন নারী বিধবা হয়েছেন। এছাড়া বাবা অথবা মা হারিয়েছে ৭৩টি শিশু। এ দিকে, গত বছর ২১১ জন কাশ্মিরী নারী সম্ভ্রম হারিয়েছেন বা যৌন হয়রানির শিকার হয়েছেন। এতে আরো বলা হয়েছে, গতমাসেও দুই নারীসহ ১৪ কাশ্মিরী নিহত হয়েছেন। এ ছাড়া, এতিম হয়েছে দুই শিশু। গত এক বছরে আটক হয়েছেন ৩৫২৯ জন। এর মধ্যে কাশ্মিরের হুররিয়াত নেতা সাব্বির আহমেদ শাহ ও আলোকচিত্রী কামরান ইউসুফিও রয়েছেন। গত বছর কাশ্মিরে নির্যাতনের শিকার হয়েছেন ৪,৬৭৪ বেসামরিক কাশ্মিরি। এক্সপ্রেস ট্রিবিউন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ