Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

সুন্দরবন পরিদর্শনে ইউনেসকোর তিন সদস্যের প্রতিনিধি দল

প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

মংলা সংবাদদাতা: বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের বর্তমান অবস্থা পরিদর্শনে ইউনেসকোর তিন সদস্যের একটি প্রতিনিধিদল বুধবার সকালে সুন্দরবনে গেছেন। প্রতিনিধিদলটি এখন সুন্দরবনের অভ্যন্তরে অবস্থান করছেন।
মংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আলী প্রিন্স জানান, ইউনেসকো’র প্রতিনিধিদল সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী ট্যাংকার, সার ও কয়লাবাহী কার্গো জাহাজ ডুবির ঘটনাস্থল এবং সুন্দরবনের সন্নিকটে নির্মাণাধীন তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করবেন। তিন দিনের পরিদর্শন শেষে আগামী শুক্রবার বিকেল সাড়ে ৫টায় মংলা বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে  সাংবাদিকদের সাথে সুন্দরবন নিয়ে ব্রিফিং করবেন দলটি। ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য কেন্দ্র থেকে পাঠানো রিঅ্যাকটিভ মনিটরিং মিশন নামের এই প্রতিনিধিদলটি   ২৮ মার্চ পর্যন্ত এদেশে অবস্থান করবেন এবং সরকারের বিভিন্ন মন্ত্রনালয়ের সাথে সুন্দরবন সম্পর্কে বৈঠক করবেন। এই মিশন ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য কনভেনশন বাস্তবায়ন বিধিমালা’২০১৫ অনুযায়ী কাজ করে। ঐতিহ্য রক্ষার ব্যাপারে সংশ্লি­ষ্ট দেশের সরকারকে পরামর্শ ও সুপারিশও দেয় এই মিশন। কিন্তু সরকার তা বাস্তবায়নে ব্যর্থ হলে বিশ্ব ঐতিহ্যের নামের তালিকা থেকে বাদ যায়। উল্লেখ্য, গত বছরের মার্চে ইউনেসকোর বার্ষিক সাধারণ সভায় সুন্দরবনের পাশে রামপাল বিদ্যুৎকেন্দ্র বনের ভেতর নৌপথ, আশপাশে শিল্পকারখানা ও শ্যালা নদীতে তেল ছডিয়ে পড়ার ব্যাপারে উদ্বেগ জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুন্দরবন পরিদর্শনে ইউনেসকোর তিন সদস্যের প্রতিনিধি দল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ