Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলাম মেনে চলি, মোদীকে নয়!

| প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

পুরুষ অভিভাবক ছাড়া মুসলিম মহিলাদের হজযাত্রা নিয়ে ঘোষণার বিরুদ্ধে ল’ বোর্ড
ইনকিলাব ডেস্ক : পুনে (মহারাষ্ট্র): ‘মাহরাম’ অর্থাত্ পুরুষ অভিভাবক ছাড়াই মুসলিম মহিলারা হজে যেতে পারবেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গত রোববারের এই ঘোষণায় ক্ষোভ চড়ছে মুসলিম সংগঠনগুলির মধ্যে। তিন তালাক লোকসভায় পাশ হওয়ার বিরুদ্ধে প্রতিক্রিয়া দেওয়ার পর এবার এ নিয়েও অল ইন্ডিয়া মুসলিম পার্সনাল ল বোর্ড (এআইএমপিএলবি) প্রবল আপত্তি জানাল। সংগঠনের সচিব মৌলানা আবদুল হামিদ আজহারি মুসলিম সমাজ প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করে না বলে জানিয়েছেন। তিনি বলেন, এটা ধর্মীয় বিষয়, আইন করে সংসদে পাশ করানোর ব্যাপার নয়। তাঁর দাবি, ৯৯ শতাংশ মুসলিমই তাদের ধর্মীয় কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলেন, প্রধানমন্ত্রী মোদী বা আর কারও কথা শুনে নয়। আজহারির ব্যাখ্যা, কোনও মহিলা হজ বা অন্য কোথাও, একজন পুরুষ অভিভাবক ছাড়া তিনদিনের বেশি বা ৭৮ মাইলের অতিরিক্ত পথ যেতে পারেন না। কোনও মহিলার পুরুষ অভিভাবক না থাকলে, কোনও পুরুষকে অভিভাবক হিসাবে হজে সঙ্গে করে নিয়ে যাওয়ার আর্থিক সামর্থ্য না থাকলে তাঁকে তীর্থযাত্রার দায় থেকে রেহাই দেওয়া হয়। গত রোববার দেশবাসীর উদ্দেশ্যে স¤প্রচারিত ৩৯-তম মন কি বাত ভাষণে প্রধানমন্ত্রী হজযাত্রী বাছাইয়ের লটারি প্রক্রিয়া থেকে পুরুষ অভিভাবক ছাড়া হজে যেতে ইচ্ছুক মহিলা তীর্থযাত্রীদের বাদ দেওয়ার কথা বলেন। কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে, এবার ৪৫-এর বেশি বয়সী মুসলিম মহিলাদের অন্তত চারজনের একটি দলকে হজযাত্রায় অনুমতি দেওয়া হবে। মাহরাম-এর অর্থ হল, এমন একজন পুরুষ যিনি মুসলিম মহিলার বাবা, ভাই যাঁকে তিনি বিয়ে করতে পারবেন না। এখনও পর্যন্ত চালু নিয়ম হল, হজে যেতে হলে মুসলিম মহিলাদের স্বামী বা মাহরামদের সঙ্গে নিতে হয়।
এদিকে নারী অধিকার আন্দোলনের কর্মী সুধা রামলিঙ্গম প্রধানমন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানিয়েও এটা চলতি নিয়মে কোনও বদল নয় বলে দাবি করেন। তিনি বলেন, এতে নতুন কিছুই নেই। সউদী আরবই বলে দিয়েছে, ৪৫-এর বেশি বয়সের মহিলারা পুরুষ সঙ্গী ছাড়াই আসতে পারেন, তবে দলবেঁধে আসতে হবে, সঙ্গে থাকতে হবে তাঁর পুরুষ অভিভাবকের লিখিত অনুমতিপত্র। সূত্র : এবিপি আনন্দ।



 

Show all comments
  • সোহেল ২ জানুয়ারি, ২০১৮, ৩:০৬ এএম says : 2
    সব বিষয় নিয়ে মোদির মন্তব্য করা উচিত নয়।
    Total Reply(1) Reply
    • N. I . ৬ জানুয়ারি, ২০১৮, ৯:২৭ এএম says : 4
      Allah r hukum palon kora faraj.je mandna kafir.
  • S. Anwar ২ জানুয়ারি, ২০১৮, ৮:১৪ এএম says : 1
    ওই ................... ইসলামের কি বোঝে? আর ইসলামী বিষয় সম্পর্কে সে সিদ্ধান্ত দেবার কে?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ