Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হবিগঞ্জে গুলিতে সাবেক কাউন্সিলর নিহত

হবিগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৮, ১১:০৩ এএম | আপডেট : ১১:০৭ এএম, ১ জানুয়ারি, ২০১৮

হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের গুলিতে ইউনুছ মিয়া (৪০) নামে সাবেক এক পৌর কাউন্সিলর নিহত হয়েছেন। পুলিশের দাবি, ইউনুস মাদক সেবন ও কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন। রোববার রাত ১২টার দিকে উপজেলার পাইকপাড়া ইউনিয়নে মাগুরুণ্ডা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইউনুছ মিয়া চুনারুঘাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি দক্ষিণ হাতুণ্ডা গ্রামের গনি মিয়ার ছেলে।
চুনারুঘাট থানার ওসি আজমিরুজ্জামান জানান, রাত ১২টার দিকে ইউনুছসহ চার-পাঁচজন ইয়াবা সেবন করছিলেন। সেখানে মাদক বিক্রেতাদের ধরতে গেলে তারা দেশি অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা করে। পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়লে ইউনুছ আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এ সময় এসআই আতাউর রহমান আহত হলে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় বলে তিনি জানান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাউন্সিলর নিহত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ