বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : আদালতের নির্দেশ অনুযায়ী সরকারের নির্ধারিত স্থানে ট্যানারি স্থানান্তর না করায় ১০ মালিককে তলব করেছেন হাইকোর্ট। গতকাল বুধবার আবেদনের শুনানি শেষে বিচারপতি সৈয়দ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আগামী ১০ এপ্রিল সকাল সাড়ে ১০টায় তাঁদের হাইকোর্টে সশরীরে হাজির হয়ে ট্যানারি স্থানান্তর না করার কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। ট্যানারি মালিকদের তলব করার বিষয়টি নিশ্চিত করেছেন আবেদনকারী আইনজীবী মনজিল মোরসেদ। ওই ১০ মালিক হলেন- রানা লেদার ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরেফিন সামছুল আলামিন, ভুলেট এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সায়েদুল হক মাস্টার, পূবালী ট্যানারির স্বত্বাধিকারী মাহবুবুর রহমান, রুমি লেদার ইন্ডাস্ট্রিজের এমডি গিয়াস উদ্দিন আহমেদ পাঠান, সালেম ট্যানারির স্বত্বাধিকারী আবদুস সালাম, করিম লেদারের স্বত্বাধিকারী রেজাউল করিম, মহিন ট্যানারির স্বত্বাধিকারী ওয়াদুদ মিয়া, নবিপুর ট্যানারির মালিক আবদুল ওয়াহহাব, এশিয়া ট্যানারির স্বত্বাধিকারী মো. মফিজ এবং প্যারামাউন্ট ট্যানারির এমডি আকবর হোসেন। গত বছরের ১৫ আগস্ট আদালতের আদেশ অমান্য করায় ১০ ট্যানারি মালিকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন হাইকোর্ট। মনজিল মোরসেদ বলেন,পরিবেশ রক্ষায় সরকার ৬০০ কোটি টাকা ব্যয়ে সাভারে ট্যানারি মালিকদের জন্য জায়গা নির্মাণ করেছেন। আদালতের নির্দেশ অনুযায়ী অনেক প্রতিষ্ঠান ইতিমধ্যে সাভারে চলে গেলেও ১০টি প্রতিষ্ঠান নির্দেশ মানছেন না। শিল্প মন্ত্রণালয়ের সচিব আদালতে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের পর আদালত এ ১০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে রুল জারি করেন। আজ শুনানিকালে আদালত ১০টি প্রতিষ্ঠানকে আদালতে হাজির হতে নির্দেশ দেন। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এর আগে ২০০১ সালে হাইকোর্ট হাজারীবাগের ট্যানারিগুলো অপসারণের নির্দেশ দেন। হাইকোর্টের ওই নির্দেশে অনেক প্রতিষ্ঠানকে সাভারে সরিয়ে নেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।