নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে ২০১৭ সালে অলরাউন্ডারদের মধ্যে সবার উপরে ছিলেন সাকিব আল হাসান। ব্যাটে বলে ক্যারিয়ারের সেরা বছর কাটিয়েছেন তিনি। এই বছর টেস্টে বাংলাদেশের ব্যক্তিগত স্কোরের মালিক বনে যান বিশ্ব সেরা এই অলরাউন্ডার। নিউজিল্যান্ডে ডাবল সেঞ্চুরি, শ্রীলঙ্কায় সেঞ্চুরিসহ ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ফিফটি হাঁকিয়েছেন তিনি। বল হাতেও ভালো সময় কাটিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে তো দুই ইনিংসে পাঁচ উইকেট করে নিয়ে একাই টেস্ট ইতিহাস সৃষ্টি করেছেন সাকিব।
জনপ্রিয় এই ওয়েবসাইটের সেরা একাদশে অলরাউন্ডার কোটায় সুযোগ পেয়েছেন তিনি। সাকিবই এক মাত্র বাংলাদেশি হিসেবে বছরের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন। এর আগে ২০১৭ সালের ক্রিকবাজ ও গার্ডিয়ান ও ক্রিকেট অস্ট্রেলিয়ার সেরা একাদশেও ঠ৭াই করে নিয়েছেন এই টাইগার অলরাউন্ডার। তার সঙ্গে অজি একাদশে ঠাঁই মিলেছে সাবেক টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমেরও। এই বছর আট ম্যাচে ৫৫ গড়ে ৭৬৬ রান করেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। দুটি সেঞ্চুরি ও তিনটি ফিফটি এসেছে মুশফিকের ব্যাট থেকে।
ক্রিকইনফো টেস্ট একাদশ
অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, নাথান লায়ন জস হ্যাজেলউড, দ.আফ্রিকার ডিন এলগার, ডি কক, কাগিসো রাবাদ, ভারতের বিরাট কোহলি ও চেতেশ্বর পুজারা, বাংলাদেশের সাকিব আল হাসান এবং ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।