Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভিখারি ধরিয়ে দিলেই ৫শ’ রুপি

| প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভিখারি ধরিয়ে দিতে পারলেই মিলবে ৫০০ রুপি পুরস্কার। ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদ শহর ভিখারিমুক্ত করতে এমন অভিনব উপায় বের করেছে রাজ্য সরকার। তেলেঙ্গানা রাজ্যের কারাদপ্তরের মহাপরিচালক ভিকে সিং জানান, রাস্তায় কোনো ভিখারির সন্ধান পেলেই প্রশাসনকে খবর দিতে হবে। এর পর দিনই পাওয়া যাবে ৫০০ রুপি। সরকারের তরফ থেকে ভিখারিদের শিক্ষা ও কাজের ব্যবস্থা করা হবে। ভিকে সিং আরো জানান, হায়দরাবাদ শহরে ছয়টি নতুন পেট্রলপাম্প এবং আয়ুর্বেদিক চিকিৎসালয় তৈরি করা হচ্ছে। সেখানে ভিখারিদের কাজের ব্যবস্থা করা হবে। ভিখারিদের মধ্যে যারা অশিক্ষিত, তাদের আশ্রমে রেখে লেখাপড়া ও বিভিন্ন কাজের প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়া খুব শিগগিরই ভিখারিদের পরিবারসহ বসবাসের ব্যবস্থা করা হবে। তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদ মিউনিসিপ্যাল করপোরেশন ও প্রশাসনের সহযোগিতায় এখনো পর্যন্ত ৭৪১ জন পুরুষ ভিখারি ও ৩১১ জন নারী ভিখারীর সন্ধান মিলেছে। তার মধ্যে ৪৭৬ জন পুরুষ ভিখারি ও ২৪১ জন নারী ভিখারিকে প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে। ওই সব ভিখারি প্রশিক্ষণের পর আর ভিক্ষা করবে না বলেও রাজ্য সরকারকে প্রতিশ্রæতি দিয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ