মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : বিদেশি পর্বতারোহীদের এখন থেকে গাইড ছাড়া মাউন্ট এভারেস্টে আরোহণ করতে দেয়া হবে না। পর্বতারোহীদের আরও অধিক সুরক্ষা দিতে নেপাল সরকার নতুন একটি আইন প্রণয়ন করেছে বলে শনিবার জানায় বিবিসি। ওই আইন অনুযায়ী, বিদেশি পর্বতারোহীদের অবশ্যই সঙ্গে একজন গাইড নিতে হবে। যা নেপালি গাইডদের কর্মসংস্থানের সুযোগ বাড়াবে বলে আশা দেশটির পর্যটন কর্তৃপক্ষের। নতুন আইনে অন্ধ এবং দুই পা নেই এমন ব্যক্তিদের পর্বতারোহণও নিষিদ্ধ করা হয়েছে বলে জানান নেপালের পর্যটন বোর্ডের এক কর্মকর্তা। দুর্ঘটনার হার কমাতেই নেপাল সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। এ বছর রেকর্ড সংখ্যক পর্বতারোহী বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়ের চেষ্টা করেছে। যদিও পর্বতারোহণের সময় হতাহতের সংখ্যা অন্যান্য বছরে মতই ছিল। এই মৌসুমে এখন পর্যন্ত ছয় পর্বতারোহীর মৃত্যু হয়েছে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।