Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

উ. কোরিয়াগামী তেলবাহী আরেক জাহাজ আটক

| প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে উত্তর কোরিয়াকে জ্বালানি তেল দেয়ায় পানামার পতাকাবাহী আরেকটি জাহাজ আটক করেছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার এক কাস্টমস কর্মকর্তা গতকাল রোববার এ তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, পায়োংতায়েক-দাংজিন বন্দরে জব্দ করা হয় জাহাজটি। তবে ইস্যুটি খুবই স্পর্শকাতর হওয়ায় এ নিয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। ইনচেনের দক্ষিণে দক্ষিণ কোরিয়ার পশ্চিম উপকূলে বন্দরটি অবস্থান। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইয়োনহ্যাপ জানিয়েছে, জাহাজটি ৫ হাজার ১০০ টন তেল বহন করতে পারে এবং এর ক্রুদের অধিকাংশই চীন ও মিয়ানমারের নাগরিক। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা ও কাস্টমস বিভাগ যৌথভাবে এ নিয়ে তদন্ত করছে। পানামার জাহাজ জব্দের বিষয়ে কর্তৃপক্ষের পদক্ষেপের বিষয়ে কিছু বলা না হলেও মাত্র কয়েক দিনের ব্যবধানে একই ইস্যুতে জাহাজ জব্দের দ্বিতীয় ঘটনা এটি। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ