Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

সাকিব নন, হাতুরু যাওয়ার অন্য কারণ!

| প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : চন্ডিকা হাতুরুসিংহে এখন বাংলাদেশের কাছে অতীত অধ্যায়। হাতুরুর কাছেও তাই। লঙ্কান এ কোচ এখন শ্রীলঙ্কান জাতীয় দল নিয়ে ব্যস্ত। কিন্তু দিনেশ চান্দিমাল-অ্যাঞ্জেলো ম্যাথুজদের কোচ হবার পরও হাতুরুসিংহের সামনে ঘুরে-ফিরে বারবারই আসছে বাংলাদেশ।
গত দক্ষিণ আফ্রিকা সফর শেষেই বাংলাদেশ দলের কোচ পদ থেকে আকস্মিক ইস্তফা দেন হাতুরু। এর পর অনেকনাটক শেষে একবার বাংলাদেশ ঘুরেও গেছেন হাতুরু। কেন পদত্যাগ করেছেন, সেসময় সে ব্যাপারে বিসিবির কাছে ব্যাখ্যাও দিয়েছিলেন তিনি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, দক্ষিণ আফ্রিকা সফরের প্রথম থেকেই হাতুরুর একটা অসন্তুষ্টি ছিল। খেলোয়াড়দের মানসিকতা নিয়েও আপত্তি ছিল। আর সবচেয়ে গুরুত্ব দিয়ে বলেছিলেন, সাকিবের না খেল নিয়েই নাকি বেশি আক্ষেপ ছিল তার। এরপরও তাঁর বিদায়ের কারণ নিয়ে থেমে থাকেনি কানাঘুষা। অবশেষে শ্রীলঙ্কা দলের কোচ হিসেবে নতুন দায়িত্ব নেয়ার পর এই বিষয় নিয়ে মুখ খুলেছেন চন্ডিকা। জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে নবনিযুক্ত লঙ্কান কোচ ব্যাখ্যা করেছেন তাঁর বিদায়ের কারণ।
সাক্ষাৎকারে বিসিবি সভাপতির উদ্ধৃতি দিয়ে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের আগে সাকিবের ছুটি নেওয়াই কি হাতুরুর পদত্যাগের বড় কারণ? হাতুরুসিংহের জবাব, ‘এটা মোটেও সত্য নয়। নাজমুল হাসান (বিসিবি সভাপতি) একজন বুদ্ধিমান মানুষ। তিনি হয়তো অন্য কোনো উদ্দেশে এ কথা বলেছিলেন। হয়তো সাকিবকে উদ্বুদ্ধ করতেই কথাগুলো বলেছেন। এখন তো সাকিব অধিনায়ক। তাঁর ওই কথাগুলোর অবশ্যই অন্তর্নিহিত কোনো তাৎপর্য আছে। সবকিছু সামলানোর ব্যাপারে তিনি ভীষণ বুদ্ধিমান।’
লঙ্কান কোচকে প্রশ্ন করা হয়েছিল, বাংলাদেশ কোচ হিসেবে ঘরের মাঠে ইংল্যান্ড, অস্ট্রেলিয়াকে টেস্টে হারানোর পর শ্রীলঙ্কার মাঠেও জিতেছেন, চ্যাম্পিয়নস ট্রফির সেমিতেও খেলেছেন, সবকিছু তো ঠিকঠাকই ছিল, তাহলে দায়িত্ব ছাড়লেন কেন? হাতুরুসিংহের ভাষ্য, ‘সবার আগে আমার মনে হয়েছে, বাংলাদেশকে আমি নিজ সামর্থ্যের সেরা জায়গাতেই পৌঁছে দিয়েছি। আরেকটি ব্যাপার হলো, শ্রীলঙ্কা দল আমাকে কোচের চাকরির জন্য চারবার প্রস্তাব করেছে। বেশ কিছুদিন থেকেই সাফল্যের দেখা পাচ্ছে না তারা। স¤প্রতি ভারত সফরেও রীতিমত নাস্তানাবুদ হতে হয়েছে তাদের। শ্রীলঙ্কার কোচ হওয়াই আমার স্বপ্ন। তাই এটাই ছিল সঠিক সময়।’
তবে সবকিছুর আগে নিজের পরিবারকেই এগিয়ে রেখেছেন সদ্য সাবেক এই বাংলাদেশ কোচ। আর শ্রীলঙ্কা দলের কোচ হিসেবে চ্যালেঞ্জ গ্রহণ করতেও মুখিয়ে আছেন তিনি। তাঁর ভাষ্যমতে, ‘আরেকটি বিষয় হচ্ছে আমি যদি তিন বছর পরিবারের কাছ থেকে দূরে থাকি বাংলাদেশের কোচিং করাতে গিয়ে এবং যদি আরো চার বছর শ্রীলঙ্কার অথবা অন্য দেশের কোচ হিসেবে কাজ করতে চাই সেটি তো আমার পক্ষে সম্ভব নয়। এরপর আমি চিন্তা করলাম এটি আমার জন্য সেরা সুযোগ এই চ্যালেঞ্জটি গ্রহণ করার জন্য। এটাই একমাত্র সময়। সুতরাং এই বিষয়গুলোই আমি চিন্তা করেছিলাম।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ