Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশাল ক্যাডেট কলেজ আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া

| প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

 

স্পোর্টস রিপোর্টার : গতকাল কলেজ প্রাঙ্গনে শেষ হয়েছে বরিশাল ক্যাডেট কলেজের ৩৬তম আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। যেখানে শেরেবাংলা হাউস চ্যাম্পিয়ন ও শরিয়তউল্লাহ হাউস হয়েছে রানার্সআপ। তবে বছরের সকল প্রতিযোগিতার ফলাফলের সমন্বয়ে সার্বিকভাবে বিজয়ী হয় শরিয়তউল্লাহ হাউস এবং উপবিজয়ী হয় শেরেবাংলা হাউস। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেনারেল অফিসার কমান্ডিং, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া মেজর জেনারেল মোঃ নাঈম আশফাক চৌধুরী। এসময় উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, কলেজের শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক ক্যাডেট ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
শহীদ সোহ্রাওয়ার্দী, শেরেবাংলা ও শরিয়তউল্লাহ এই তিনটি হাউসে বিভক্ত হয়ে প্রতিযোগী ক্যাডেটবৃন্দ ৩৯টি ইভেন্টে তিন দিনব্যাপী এই বর্ণাঢ্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এর আগে গত ২৭ ডিসেম্বর প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আতিকুর রহমান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ