Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

দ. কোরিয়া আটক করেছে উ. কোরিয়াগামী জাহাজ

| প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : উত্তর কোরিয়াগামী পরিশোধিত তেলবাহী একটি জাহাজ আটক করা হয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। জাহাজটি হংকংয়ে নিবন্ধিত। উত্তর কোরিয়ায় তেল সরবরাহের ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে জাহাজটি সেখানে তেল নিয়ে যাচ্ছিল বলে দাবি দক্ষিণ কোরিয়ার। এ খবর দিয়েছে বিবিসি। খবরে বলা হয়, লাইটহাউজ উইনমোর নামক হংকংয়ের পতাকাবাহী জাহাজটি গোপনে উত্তর কোরিয়ার একটি জাজাজে ৬০০ টন পরিশোধিত তেল পাঠিয়েছে। বার্তা সংস্থা ইয়োনহাপের খবরে বলা হয়েছে, জাহাজটি ১১ই অক্টোবর দক্ষিণ কোরিয়ার ইয়োসু বন্দরে নোঙর করে। সেখান থেকে পরিশোধিত তেল নিয়ে জাহাজটি তাইওয়ানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ