মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : সিপিইসি-বিরোধী ভারতের ষড়যন্ত্র জনগণ ব্যর্থ করে দেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে পাকিস্তান। ভারত সিপিইসি বিরোধী অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবাল বলেন যে, আফগানিস্তানের ভূমি ব্যবহার করে চায়না-পাকিস্তান ইকনমিক করিডোর (সিপিইসি) প্রকল্প বানচালের জন্য ভারত ষড়যন্ত্র করছে। তিনি বলেন, ৫০ বিলিয়ন ডলারের সিপিইসি যেন অর্থনৈতিকভাবে লাভজনক হতে না পারে সে জন্য পাকিস্তানের শত্রুরা বিভিন্ন কৌশল অবলম্বন করছে ও প্রপাগান্ডা চালাচ্ছে। গত বৃহস্পতিবার পাকিস্তানের কোয়েটায় সাংবাদিকদের তিনি আরো বলেন, সিপিইসির বিরুদ্ধে ভারত ষড়যন্ত্র পাকাচ্ছে। কিন্তু পাকিস্তানের জনগণ এই ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে। সিপিইসি প্রকল্প সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আফগানিস্তানের মাটি ব্যবহার করে ভারত এর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। মন্ত্রী আরো বলেন, যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগের বান নিক্ষেপ বন্ধ করতে হবে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে এই দেশটি যে ত্যাগ স্বীকার করেছে তারও স্বীকৃতি দিতে হবে। গত সপ্তাহে সিপিইসি প্রকল্পে আফগানিস্তানকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেয় চীন। সাউথ এশিয়ান মনিটর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।