Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উচ্চমূল্যের প্রতিবাদে ইরানে বিক্ষোভ আটক ৫২, যুক্তরাষ্ট্রের নিন্দা

| প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : অর্থনৈতিক সমস্যার কারণে ইরানের রাজধানী তেহরানসহ বেশ কয়েকটি শহরে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। উচ্চমূল্যের প্রতিবাদে বিক্ষোভের দ্বিতীয় দিনে ব্যাপক জনসমাবেশ হয়েছে। বিবিসি জানিয়েছে, ইরানের কেরমানশাহ, রাশত, ইস্পাহান এবং কোমা শহরে সরকারবিরোধী বিক্ষোভে কয়েক হাজার লোক যোগ দিয়েছে। দেশটির দ্বিতীয় জনবহুল শহর উত্তর-পশ্চিমাঞ্চলীয় মাশহাদে প্রথমে বিক্ষোভ শুরু হয়, পরে বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে বলে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে। উচ্চ দ্রব্যমূল্য নিয়ে ক্ষুব্ধ লোকজন মাশহাদের রাস্তায় নেমে এসে সরকারবিরোধী বিক্ষোভ শুরু করে। তারা প্রেসিডেন্ট হাসান রুহানির বিরুদ্ধে শ্লোগান দেন। বিক্ষোভ চলাকালে ‘কটু শ্লোগান’ দেওয়ায় ৫২ জনকে গ্রেপ্তার করা হয়। এদিকে, বিক্ষোভকারীদের গ্রেপ্তারে কড়া প্রতিক্রিয়া জানিয়ে নিন্দা করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা ইরানের জনগণ এবং তাদের মৌলিক অধিকারের দাবি ও দুর্নীতি বন্ধে সমর্থন দিতে সব দেশের প্রতি আহŸান জানিয়েছে। পরে উত্তর-পূর্বাঞ্চলের অন্যান্য শহরে ছড়িয়ে পড়া বিক্ষোভে রাজবন্দিদের মুক্তি ও পুলিশি নির্যাতন বন্ধেরও দাবি জানানো হয়েছে। প্রথমদিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ শুরু হলেও পরে তা মোল্লাতন্ত্র ও সরকারি নীতিবিরোধী বিক্ষোভে রূপ নেয়। কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা অমান্য করে শুক্রবার ইরানের বড় বড় শহরগুলোতে আন্দোলন বিস্তৃত হয়। শুক্রবার রাজধানী তেহরানেও বিক্ষোভ হয়। সোশ্যাল মিডিয়ায় আসা ফুটেজে বিক্ষোভ ঘিরে প্রচুর পুলিশের উপস্থিতি দেখা গেছে বলে জানিয়েছে। ২০০৯ সালে বিতর্কিত নির্বাচনের পর হওয়া বিক্ষোভের পর এবারের বিক্ষোভকেই জন অসন্তোষের সবচেয়ে গুরুতর ও ব্যাপক অভিব্যক্তি হিসেবে বিবেচনা করছেন পর্যবেক্ষকরা। বিক্ষোভের শুরুর দিকে অর্থনৈতিক অবস্থা ও দুর্নীতি আন্দোলনকারীদের মনোযোগের কেন্দ্রে থাকলেও পরে তা রাজনৈতিক দিকে মোড় নেয়। দেশজুড়ে বিক্ষোভের জন্য আন্দোলনকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমকেও ব্যবহার করছেন, অন্যদিকে অবৈধ সমাবেশের বিরুদ্ধে হুঁশিয়ারি জারি করেছে কর্তৃপক্ষ। ইরানের প্রভাবশালী ও এলিট নিরাপত্তা বাহিনী রেভ্যুলেশনারি গার্ডের ঘনিষ্ঠ ফারস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভ অর্থনৈতিক অসন্তোষ পেরিয়ে রাজনৈতিক দিকে মোড় নেওয়ার পর অনেককেই বিক্ষোভস্থল ছেড়ে যেতে দেখা গেছে। আনাদোলু, রয়টার্স, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ