Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

ট্রাম্পের ঘোষণা প্রত্যাখ্যান করে পাকিস্তানে বিক্ষোভ অব্যাহত

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন জেরুজালেম নীতি ঘোষণার প্রতিবাদের বিশ্বের বিভিন্ন স্থানের মতো পাকিস্তানেও প্রতিবাদ অব্যাহত রয়েছে। গত শুক্রবার জামিয়াত-উদ-দাওয়া আয়োজিত ওই বিক্ষোভে কয়েক হাজার মানুষ অংশ নেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এসব তথ্য জানিয়েছে। সংগঠনের নেতা হাফিজ সাঈদ বলেন, আমরা সব মুসলিম জনগোষ্ঠীকে জাগানোর চেষ্টা করছি, তাদের একত্রিত করার মাধ্যমে আমরা ট্রাম্পকে কঠোর বার্তা দিতে চাই যে, মুসলিমরা কোনভাবেই ওই সিদ্ধান্ত মেনে নেবে না। বিক্ষোভে অংশগ্রহণকারীদের মধ্যে পাকিস্তানে ফিলিস্তিনি রাষ্ট্রদূত ওয়ালিদ আবু আলীও ছিলেন। তিনি বলেন, পাকিস্তানের সব শ্রেণি-পেশার মানুষ ট্রাম্পের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে। পাকিস্তানই একমাত্র দেশ যারা সরকারিভাবে এই প্রস্তাবের নিন্দা জানিয়ে প্রত্যাখ্যান করেছে। এছাড়া একমাত্র দেশ হিসেবে তারা তাদের সংসদে এই দায়িত্ব-জ্ঞানহীন কাজের বিরুদ্ধে প্রস্তাব পাস করেছে। ইসরাইল-ফিলিস্তিনি সংকটের সবচেয়ে স্পর্শকাতর বিষয় হলো জেরুজালেম। ১৯৮০ সালে জেরুজালেমকে রাজধানী ঘোষণা করেছিল ইসরাইল। তবে আন্তর্জাতিক স¤প্রদায় এর সমর্থন দেয়নি। আর ফিলিস্তিনিরা চায় দখলকৃত পূর্ব জেরুজালেম যেন তাদের রাজধানী হয়। এ কারণে সেখানে কোনও দেশ দূতাবাস স্থাপন করেনি। সবগুলো দূতাবাসই তেল আবিবে অবস্থিত। মধ্যপ্রাচ্যে মার্কিন নীতির বাইরে গিয়ে গত ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকেই বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। আর ফিলিস্তিনে শুরু হয়েছে তীব্র বিক্ষোভ। ফিলিস্তিনের পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা উপত্যকায় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ হচ্ছে ইসরাইলি বাহিনীর। এরপরও প্রতিদিনই বিক্ষোভ হচ্ছে। ইসরাইলি বাহিনীর হামলার প্রতিবাদে ফিলিস্তিনিরা ইন্তিফাদার অন্যতম হাতিয়ার পাথর আর গুলতি নিয়ে রাস্তায় নেমে পড়েছে। সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি নিচ্ছে ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সংগঠন হামাস। আল-জাজিরা।



 

Show all comments
  • শাহ জালাল আনোয়ারী ৩১ ডিসেম্বর, ২০১৭, ৩:৫০ পিএম says : 0
    মুসলীম বিশ্ব এক না হলে একে একে সকল মুসলীক দেশগুলোকে ওরা ধ্বংস করে দিবে।
    Total Reply(0) Reply
  • কাওসার আহমেদ ৩১ ডিসেম্বর, ২০১৭, ৩:৫৩ পিএম says : 0
    নিন্দা জানানোর পাশাপাশি নিজেদেরকে জোট বন্ধ হতে হবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ