মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের পাঞ্জাব রাজ্যে ঐতিহাসিক লাল মসজিদ শিখ ধর্মাবলম্বীদের জন্য খুলে দিয়েছে মুসলিমরা। ভিন্ন ধর্মের মানুষদের তিন বেলা খাবার খাওয়ার স্থান হিসেবে ব্যবহৃত হচ্ছে মসজিদটি। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, পাঞ্জাবের ফতেহগড় সাহিবে শিখদের ‘শহিদী জোর মেলায়’ উপস্থিত দর্শনার্থীদের খাবার স্থান সংকুলান করতে লাল মসজিদ খুলে দেয়া হয়। তিনদিন মসজিদটির একাংশ ব্যবহার করতে পারবেন শিখরা। এ বিষয়ে চরণজিত সিং নামে একজন শিখ ধর্মাবলম্বী বলেন, মুসলিমরা স্বেচ্ছায় আমাদের এই অনুমতি দিয়েছে। তিনদিন হলো আমরা এখানে লঙ্গরখানা খুলেছি। দুই গ্রামের মানুষ এখানে খাচ্ছে। গ্রামের বাসিন্দারা পালা করে খাবার পরিবেশন করছে। লাল মসজিদের পরিচালনার দায়িত্বে থাকা সৈয়দ মুহাম্মদ সাদিক রাজা বলেন, শিখদের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত। এখানে বাসিন্দারা মিলেমিশে থাকতে পছন্দ করে। অতীতে রাজনীতিবিদরাই আমাদের মধ্যে ফাটল ধরিয়েছে। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।