Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুর্কি টিভি’র ২ সাংবাদিককে মুক্তি দিয়েছে মিয়ানমার

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : রাজধানী নাইপেদোয় পার্লামেন্ট ভবনের কাছে চালক বিহীন বিমান (ড্রোন) উড়িয়ে জেলে যাওয়া তুরস্কের রাষ্ট্রীয় স¤প্রচারমাধ্যম টিআরটি’র দুই সাংবাদিককে মুক্তি দিয়েছে মিয়ানমার। সাংবাদিকদের সঙ্গে তাদের দোভাষী ও গাড়িচালককেও শুক্রবার মুক্তি দেয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি। অনুমতি ছাড়া ড্রোন উড়িয়ে ছবি তোলার অভিযোগে গত ২৭ অক্টোবর রাজধানী নাইপেদোর পার্লামেন্ট ভবনের কাছ থেকে মালয়েশিয়ার প্রতিবেদক মোক চই লিন এবং সিঙ্গাপুরের ক্যামেরাম্যান লাও হোন মেংকে আটক করে পুলিশ। একইসঙ্গে আটক হন তাদের দোভাষী হিসেবে কাজ করা স্থানীয় সাংবাদিক অং নায়িং সোয়ে ও গাড়িচালক হ্লা তিন। ঔপনিবেশিক আমলের বিমান আইনে সাজাপ্রাপ্ত এই চারজন নভেম্বর থেকে ২ মাসের জেল খেটেছেন। তাদের বিরুদ্ধে আনা অন্যান্য অভিযোগে তাদের আরো দীর্ঘদিন কারাভোগের কথা থাকলেও ওই অভিযোগগুলো তুলে নেয়ায় তারা মুক্তি পেলেন। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ