Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টি-টোয়েন্টিতে একই উইন্ডিজ

| প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

 স্পোর্টস ডেস্ক : টেস্ট এবং ওয়ানডেতে ধবল ধোলাই হলেও টি-২০ নিয়ে একটা ভরসা ছিলই। সেটা দলটির নাম ওয়েস্ট ইন্ডিজ বলেই। মারদাঙ্গা সব প্লেয়ারে ভরপুর দলটি তো এই সংস্করণের বর্তমান চ্যাম্পিয়নও। কিন্তু নিউজিল্যান্ড সফরে এই পর্বেও যাচ্ছেতাইভাবে ধরাশায়ী ক্যারিবীয়রা। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৪৭ রানে হেরেছেন উইন্ডিজ।

পরে ব্যাট করা গেইলদের সামনে লক্ষ্য ছিল ১৮৮ রান। কিন্তু ঠিক ১৯ ওভারে গুটিয়ে যাওয়ার আগে তারা করতে পারে ১৪০। কিউই পেস আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি তারা। টি-২০’তে অভিষেক ম্যাচেই ৩ উইকেট তুলে নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন সিথ র‌্যান্স। অভিজ্ঞ টিম সাউদিও নেন ৩ উইকেট। দলীয় তৃতীয় ওভারের চতুর্থ ও পঞ্চম বলে দুই ওপেনার ক্রিস গেইল ও কেসরিক ওয়াল্টনকে ফিরিয়ে উইকেট নেয়ার উল্লাস শুরু করেন র‌্যান্স। ৮ বলে ক্যারিবীয় ব্যাটিং দানব করেন ১০ রান, ওয়াল্টন ৯ বলে ৭। এরপর ওয়ান-ডাউনে নামা আন্দ্রে ফ্লেচার ও অভিষিক্ত শাই হোপ কিছুটা আশা জাগিয়েছিলেন। কিন্তু তাদের সেই চেষ্টা জয়ের জন্য যথেষ্ঠ ছিল না। এর আগে ব্যাট হাতে দলকে পড় সংগ্রহের ভিত রচনা করে দেন ওপেনার কলিন মুনরো ও ওয়ান-ডাউনে নামা উইকেটকিপার ব্যাটসম্যান গেøন ফিলিপস। দুজনই অবশ্য আউট হন ফিফটি পূর্ণ করার পর পরই। কিন্তু শেষদিকে সবাই-ই মুটামুটি অবদান রাখায় ২০ ওভার শেষে ৭ উইকেটে ১৮৭ রানের বড় সংগ্রহই পায় বø্যাক ক্যাপ বাহিনী।
নিউজিল্যান্ড : ২০ ওভারে ১৮৭/৭ (মানরো ৫৩, ফিলিপস ৫৫, টেইলর ২০, স্যান্টনার ২৩*, সাউদি ১০*; ব্র্যাথওয়েট ২/৩৮)। ওয়েস্ট ইন্ডিজ : ১৯ ওভারে ১৪০ (গেইল ১২, ফ্লেচার ২৭, ব্র্যাথওয়েট ২১, নার্স ২০*, টেইলর ২০; র‌্যান্স ৩/৩০, সাউদি ৩/৩৬,)। ফল : নিউজিল্যান্ড ৪৭ রানে জয়ী। ম্যাচ সেরা : গেøন ফিলিপস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ