মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : নিউ ইয়র্কের ব্রংকসে একটি আবাসিক ভবনে আগুন লেগে ১২ জনের মৃত্যুর ঘটনাকে কয়েক দশকের মধ্যে ভয়াবহ ঘটনাগুলোর একটি বলে উল্লেখ করেছে শহরের কর্তৃপক্ষ। তাদের দাবি অনেক অনেক বছরের মধ্যে নিউ ইয়র্কের কোনও ভবনে আগুন লেগে এতো বেশি সংখ্যক প্রাণহানি হয়নি। নিউ ইয়র্কের মেয়রের দাবি, অন্তত ২৫ বছরের মধ্যে আগুনের কারণে এতো বড় ধরনের ট্রাজেডি দেখেনি ব্রংকসের বাসিন্দারা। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, গত বৃহস্পতিবারের ওই আগুনে এরইমধ্যে অন্তত ১২ জনের প্রাণহানি হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও কয়েকজন। খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের ফোর্ডহাম ইউনিভার্সিটি এবং ব্রংকস জু-এর কাছে প্রসপেক্ট এভিনিউতে ৫ তলাবিশিষ্ট আবাসিক ভবনটি অবস্থিত। স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ওই ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। তারপরেই তা ছড়িয়ে পড়ে ১৯১৬ সালে তৈরি গোটা বাড়িতে। শহরের দমকল বিভাগের একটি টুইটে বলা হয়, ১৬০ জনেরও বেশি দমকলকর্মী আগুন নেভানোর কাজে নামেন। পরে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। এক সংবাদ সম্মেলনে নিউ ইয়র্কের মেয়র বিল ডে বøাসিও এই আগুনের ভয়াবহতাকে অবর্ণনীয় বিয়োগান্তক ঘটনা হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে মেয়র বলেন, এটি অনেক অনেক বছরের মধ্যে আগুন লেগে সবচেয়ে বেশি প্রাণহানি হওয়া ঘটনাগুলোর একটি। টুইটারেও তিনি একই ধরনের ইঙ্গিত দিয়েছেন। টুইটারে বøাসিও লিখেছেন: ‘আজ রাতে ব্রংকসে আমরা যা দেখেছি তা অন্তত ২৫ বছরের মধ্যে প্রথম কোনও ভয়াবহ বিয়োগান্তক ঘটনা। এটি অবর্ণনীয়। পরিবারগুলো বিচ্ছিন্ন হয়ে পড়েছে।’গার্ডিয়ান, রয়টার্স, নিউ ইয়র্ক টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।