মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : বন্ধুদের নিয়ে রেস্তোরাঁয় জন্মদিন পালন করতে এসে লাশ হয়ে ফিরতে হলো ভারতের মুম্বাইয়ের এক নারীকে। গত বৃহস্পতিবার দিবাগত মধ্য রাতে মুম্বাইয়ের লোয়ার প্যারেল এলাকার কমলা মিলস নামের একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাÐে অন্তত ১৫ জন নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী। নিজের জন্মদিন উদযাপন করতে এসে লাশ হওয়া ২৮ বছরের তরুণী খুশবু মেহতার দাদা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমার নাতনি মারা গেছে। আজ তার জন্মদিন ছিল। কেউই রেস্তোরাঁটির সুরক্ষা ব্যবস্থা আছে কিনা তা দেখার প্রয়োজন অনুভব করেনি। সেখানে আগুন নেভানোর কোনো ধরনের যন্ত্রপাতি ছিল না। এমনকি দুর্ঘটনায় বাইরে বেরিয়ে যাওয়ার ঠিকঠাক রাস্তাও ছিল না। প্রশাসন এবং পুলিশ কিছুই করেনি। এনডিটিভি জানায়, খুশবুর স্বামী তার লাশ শনাক্ত করেছে। সংবাদ মাধ্যমগুলো জানায়, ‘ওয়ান এবাভ’ নামের একটি রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয়। সেখানে জন্মদিনের অনুষ্ঠান চলছিল। নিহতদের বেশিরভাগই ওই অনুষ্ঠানে আসা অতিথি। ধোঁয়ায় দম আটকে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ। বেশিরভাগ লাশ রেস্তোরাঁটিতে নারীদের ওয়াশরুমের কাছে পাওয়া গেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। স্থানীয় সময় রাত সাড়ে ১২টার দিকে যখন ভবনটিতে আগুন লাগে তখন ছাদে প্রায় দেড়শ’ মানুষ ছিলেন। আগুন ‘ওয়ান এবাভ’ রেস্তোরাঁ থেকে পাশের ‘মোজো বিস্ট্রো’ তে ছড়িয়ে পড়ে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ‘ওয়ান এবাভ’ কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রয়টার্স, এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।