Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বালিতে আবর্জনায় জরুরি অবস্থা

| প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : ইন্দোনেশিয়ার ব্যস্ততম পর্যটন কেন্দ্র বালিতে ভয়াবহ আবর্জনার কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সূর্যালোক ও সার্ফিংয়ের জন্য পর্যটকদের কাছে প্রিয় কুতা সৈকতটি আবর্জনার পাহাড়ে ঢাকা পড়ে আছে। সৈকতে প্লাস্টিকের কৌটা, খাবারের প্যাকেটাদি এবং স্রোতে ভেসে আসা ময়লার কারণে এক ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেখানে। বেশ অস্বস্তিকর এ পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে ভ্যানেশা মুনশাইন নামে এক অস্ট্রিয়ান পর্যটক বলেন, আমি সাঁতার কাটতে চাই, কিন্তু বিষয়টা সত্যিই আর মজার নেই। প্রতিদিনই আমি প্রচুর ময়লা-আবর্জনা দেখি। সমুদ্র থেকে জঘন্য সব ময়লা-আবর্জনা আসছে। ১৭ হাজার দ্বীপ নিয়ে গঠিত দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ সামুদ্রিক আবর্জনা সৃষ্টিকারী দেশ। চীনের পর পরই অবস্থান রেখে ইন্দোনেশিয়া প্রতি বছর ১২ লাখ ৯০ হাজার টন সামুদ্রিক বর্জ্য তৈরি করে আসছে। নদী ও সমুদ্রে ভাসমান প্লাস্টিক বর্জ্য বেশকিছু শহরের নালা বন্ধ করে বন্যার ঝুঁকি বাড়িয়েছে। এছাড়া এর ফলে বিভিন্ন সামুদ্রিক প্রাণী ক্ষতিগ্রস্ত হচ্ছে বা মারা যাচ্ছে। এএফপি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ