মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : প্রচন্ড ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে কানাডা ও যুক্তরাষ্ট্রের উত্তরের অঙ্গরাজ্যগুলো। অনেক এলাকায় তাপমাত্রার অধোগতি রেকর্ড ছাড়িয়েছে বলে জানিয়েছে বিবিসি। আবহাওয়াবিদরা বলছেন, আগামী বছরের শুরু পর্যন্ত এ ধারা অব্যাহত থাকতে পারে। ঠাÐায় মিনেসোটা, নিউ হ্যাম্পশায়ার, শিকাগো, কানসাস, পেনসিলভানিয়া, নিউ জার্সি ও নিউ ইয়র্কের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। এর মধ্যে ‘আইসবক্স অব দ্য নেশন’ খ্যাত মিনেসোটার তাপমাত্রা নেমেছে সবচেয়ে বেশি, মাইনাস ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। নিউ হ্যাম্পশায়ারের মাউন্ট ওয়াশিংটনের তাপমাত্রা নেমে এসেছে রেকর্ড মাইনাস ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। এ এলাকাকে ‘বিশ্বের সবচেয়ে খারাপ আবহাওয়ার’ বাড়ি বলা হয়। কানাডার কিছু অংশে উত্তর মেরু কিংবা মঙ্গল গ্রহের চেয়েও বেশি ঠাÐা পড়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। বড়দিন থেকে শুরু হওয়া তুষারপাতে জবুথবু হয়ে পড়েছে পেনসিলভানিয়ার এরি শহর; শহরটির রাস্তাঘাট ৫ ফুটের বেশি পুরু তুষারে ঢাকা পড়ার পর তা সরাতে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। সপ্তাহের শেষ দিকে এরি এবং গ্রেইট লেক এলাকায় আরো তুষার পড়বে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা। নিউ জার্সির ভেন্টনর ও ওশান সিটি ‘বরফ জলে নিমজ্জনের’ দুটি বড় আয়োজন বাতিল করেতে বাধ্য হয়েছে; একটুখানি উষ্ণতায় বছরের প্রথম দিন কাটাতে লাখ লাখ মানুষ আটলান্টিক সমুদ্রের পারে ছুটছে। নতুন বছরকে বরণ করে নিতে নিউ ইয়র্কের টাইমস স্কয়ারের বার্ষিক বল ড্রপ কর্মসূচির সময়ও রেকর্ডের কাছাকাছি ঠাÐা থাকবে বলে ধারণা করা হচ্ছে। সিবিএস, সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।